মুশফিকের সেঞ্চুরির দিনে নাঈমের ৮ উইকেট
১৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:০৬
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে দুর্দান্ত এক শতক হাকিয়েছেন নর্থ জোনের মুশফিকুর রহিম। মুশির এই সেঞ্চুরির দিনে আট উইকেট নিয়েছেন ইস্ট জোনের স্পিনার নাঈম হাসান। প্রথম ইনিংসে নর্থ জোনের করা ২৭২ রানের জবাবে প্রথম দিন শেষে ইস্ট জোনের সংগ্রহ ২ উইকেটে ৩ রান।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নর্থ জোন। ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট পড়তে থাকে নর্থ জোনের। দলের হয়ে মাত্র ৫ জোন ব্যাটসম্যান ছুঁতে পেরেছেন দুই অংকের রান।
কিন্তু ৫ম উইকেটে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম। উইকেটের অপরপ্রান্তে আসা যাওয়ার মিছিল চলতে থাকলেও ক্রিজ কামড়ে বসে থাকেন মুশফিকুর রহিম। দৃঢ় হাতে দলকে এগিয়ে নিয়ে যেতে যেতে তুলে নেন দুর্দান্ত এক শতক। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার ১১তম সেঞ্চুরি।
দলীয় ২৬৮ রানে ১৫৭ বলে ১৪০ রান করে মুশি মাঠ ছাড়লে নর্থ জোনের ইনিংস থেমে যায় ২৭২ রানে।
এদিকে নর্থ জোনের ব্যাটিং লাইন আপে শুরু থেকেই হামলে পড়েন ইস্ট জোনের স্পিনার নাইম হাসান। জুনায়েদ সিদ্দিককে ৮ রানে সাজঘরে ফিরিয়ে নর্থ শিবিরে প্রথম আঘাত হানেন তিনি। জুনায়েদকে দিয়ে শুরু। এরপর তাঁর স্পিন ভেলকিতে একে একে তুলে নেন রনি তালুকদার, তানবীর হায়দার, নাঈম ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ সাইফউদ্দিন, সানজামুল ইসলাম এবং সালাহুদ্দিনের শাকিলের উইকেট।
স্পিন জাদুতে নর্থ জোনের ১০ ব্যাটসম্যানের ৮ জনকেই সাজঘরে ফেরান তিনি। ইনিংসে ৩৫.৪ ওভার বল করেন তিনি। এর ভেতর ছিল ৫টি মেইডেন ওভার। ১০৭ রানের খরচায় ৩.০০ ইকোনোমি রেটে 8 উইকেট শিকার করেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার।
নর্থ জোনের ২৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় রকমের হোঁচট খায় ইস্ট জোন। দলীয় ৩ রানেই হারিয়ে বসে তাদের দুই ওপেনারকে। দিন শেষে তারা পিছিয়ে রয়েছে ২৬৯ রানে। উইকেটে রয়েছেন সাদমান সাকিব (০)।
সংক্ষিপ্ত স্কোরঃ
নর্থ জোন প্রথম ইনিংসঃ ২৭২/১০ (৮২.৪ ওভার)
(মুশফিক ১৪০, নাঈম ৩১; নাঈম ৮/১০৭)
ইস্ট জোন প্রথম ইনিংসঃ ৩/২ (৪.১ ওভার)
(পিনাক ৩; সঞ্জিত ১/০)
নর্থ জোন-ইস্ট জোন নাইম হাসান বাংলাদেশ ক্রিকেট লিগ মুশফিকুর রহিম