Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুজন মনে করছেন না মাশরাফি ফিরবেন


২৪ ফেব্রুয়ারি ২০১৮ ২০:০০

স্টাফ করেসপন্ডেন্ট

মাশরাফি বিন মুর্তজাকে টি-টোয়েন্টিতে ফেরার অনুরোধ করলে ম্যাশ ফিরবেন, কদিন আগেই এমন দাবিতেই হইচই ফেলে দিয়েছিলেন বিসিবি সভাপতি। এখন পর্যন্ত মাশরাফি এ নিয়ে কিছু বলেননি। তবে আজ দলের টেকনিক্যাল ডিরেক্টর ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন অন্য সুরেই কথা বললেন। সিদ্ধান্তটা মাশরাফির ওপরেই ছেড়ে দিয়েছেন, তবে সুজন মনে করছেন না মাশরাফি আবার ফিরবেন।

গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরেই ২০ ওভারের ক্যারিয়ারে যতিচিহ্ন তুলে দিয়েছিলেন মাশরাফি। এর পর টি-টোয়েন্টিতে আর জিততে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টিতে হারার পর মাশরাফিকে ফেরানোর দাবিটা জোরালো হয়েছে আরও। তবে বোর্ড সভাপতি যেমন বলেছেন, মাশরাফিকে অনুরোধ করার কথা ভাববেন, সুজন একটু অন্য সুরেই কথা বললেন।

তিনি জানালেন, ‘যেহেতু মাশরাফি অবসর ঘোষণা করেছে তাই ব্যাপারটা সম্পূর্ণ তার উপর। যদি সে খেলতে চায় তাহলে বোর্ডকে জানাতে হবে, নির্বাচনের বিষয়টা আমরা চিন্তা করবো। সে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বিশেষ করে নতুন বলে। আমরা সবাই জানি নতুন বলে পাওয়ার প্লেতে আমাদের বোলিংটা ভালো হচ্ছে না। বিশেষ করে টি-টোয়েন্টিতে এমনকি ওয়ানডেতেও সে অপ্রতিরোধ্য, প্রতি ম্যাচেই ভালো খেলছে। সে যদি ফিরে আসে তাহলে বাংলাদেশের জন্য ভালোই হবে। ’

কিন্তু মাশরাফি কি আসলেই ফিরবে বলে মনে করেন খালেদ মাহমুদ? শ্রীলঙ্কা সিরিজে অলিখিত কোচের দায়িত্ব পালন করা এই সাবেক ক্রিকেটার সরাসরিই বললেন, ‘আমি মাশরাফিকে বলেছিলাম ইতিবাচক চিন্তা করতে। তবে আমার মনে হয় না সে ফিরে আসতে চাইবে। যেহেতু সে অবসর নিয়েছে সেখান থেকে ফিরে আসবে কি না এটা বড় ব্যাপার। যদি আসে তবে খুবই ভালো, যদি না আসে তাহলে তার সিদ্ধান্তকে অবশ্যই সন্মান করি। ’

বিজ্ঞাপন

টেস্টে মাশরাফি ফিরতে চাচ্ছেন, বোর্ড সভাপতি কদিন আগে নিজেই স্পষ্ট করে বললেন। সুজন অবশ্য বললেন, এমন কিছু তার জানা নেই, ‘না, আমার সাথে কথা হয়নি, এটলিস্ট আমি এটা বলতে পারি আমার সাথে কথা হয়নি। যদিও এটা খুব ইন্টারেস্টিং যে মাশরাফি বেশ কিছু ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে। আমিও অনেক খুশি। অনেক সময় সে খেলতে পারে না। ইনজুরির জন্য খেলতে পারে না কিংবা বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকার কারণে পারে না। এবার খেলেছে এবং সেখানে সে ভালো পারফরমও করেছে। টেস্ট ম্যাচে মাশরাফি ফিরতে চাচ্ছে কি না তা আমি জানি না।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর