শেখ কামালের অর্ধকোটি টাকার পুরস্কার পায়নি চ্যাম্পিয়ন তেরেঙ্গানু
১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১২
ঢাকা: গত বছর অক্টোবরে হয়ে যাওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল তেরেঙ্গানু এফসি এখনও পায়নি টুর্নামেন্টের প্রাইজমানির অর্থ। ছয় ক্লাবের আন্তর্জাতিক ক্লাব কাপের টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ প্রাইজমানির ৫০ হাজার ইউএস ডলার (৪২ লাখ টাকা) এখন পাওনা মালয়েশিয়ার দলটি।
গত বছর ১৯ থেকে ৩১ অক্টোবর চট্টগ্রামের এম এ আজীজ স্টেডিয়ামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরটি আয়োজিত হয়েছিল। ফাইনালে আয়োজক চট্টগ্রাম আবাহনীকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তেরেঙ্গানু এফসি।
চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে ৫০ হাজার ইউএস ডলার (৪২ লাখ টাকা) দেয়ার কথা ছিল আয়োজক কমিটির।
সাড়ে তিন মাস কেটে গেলেও প্রাইজমানি বুঝে পায়নি চ্যাম্পিয়ন তেরেঙ্গানু এফসি। ক্লাবের ফিজিও মোহাম্মদ ফায়েজ মানজা সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমরা তাদের আমন্ত্রণে অংশ নিয়েছি কিন্তু এখনও পর্যন্ত প্রাইজমানির অর্থ বুঝে পাইনি। এটা খুবই দু:খজনক। আমরা টুর্নামেন্ট কমিটির সঙ্গে যোগাযোগ করেছি।’
তেরেঙ্গানুর প্রাইজমানির অর্থ পাওনার বিষয়টি নিয়ে অবগত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের প্রধান সম্বন্বয়ক ও চট্টগ্রাম আবাহনীর সহ-সভাপতি তরফদার মো: রুহুল আমিন। এ বিষয়ে তিনি সারাবাংলাকে জানান, ‘আমরা বিষয়টি নিয়ে অবগত। টুর্নামেন্টের বিভিন্ন স্পন্সরের অর্থ এখনও পুরোপুরি পাইনি। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি এ সপ্তাহের মধ্যে তারা অর্থ বুঝে পাবে।’
অর্ধকোটি টাকা টুর্নামেন্ট তেরেঙ্গানু এফসি প্রাইজমানি শেখ কামাল