বিসিএল ফাইনাল ম্যাচ পাঁচ দিনের
১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৫৩
বিগত বছরগুলোতে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট হতো চার দিনের। এবারই প্রথম সেখান থেকে একটু সরে এসে ম্যাচ ডে একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেই মোতাবেক বিসিএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে পাঁচ দিনের।
২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট এখনো চূড়ান্ত হয়নি। কক্সবাজারে চলছে তৃতীয় ও শেষ রাউন্ডের খেলা। তৃতীয় রাউন্ড শেষে চলতি মৌসুমের দুই ফাইনালিস্ট পাবে বিসিএল।
এদিকে, বিসিএলের ফাইনালের দিনেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হবে স্বাগতিক বাংলাদেশের একমাত্র টেস্ট। ম্যাচটিকে সামনে রাখিত মধ্যেই ১৬ সদস্যের টাইগার স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
অষ্টম আসর পাঁচ দিনের ফাইনাল ম্যাচ বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল