‘বিগ থ্রি’কে চাপে ফেলতেই প্রতি বছর আইসিসি’র টুর্নামেন্ট!
১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২৭
আগামি ২০২৩ সাল থেকে প্রত্যেক বছরই আইসিসি’র বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ন্যয় আরো দুইটি টুর্নামেন্ট আনছে আইসিসি। ওয়ানডে চ্যাম্পিয়নস কাপ এবং টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস কাপ নামে। কেবল পুরুষদের ক্রিকেটে নয়; নারীদের ক্রিকেটেও যোগ হবে এই টুর্নামেন্ট।
টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস কাপ টুর্নামেন্টে বিশ্বের সেরা ১০ দল ২০১৯ সালের বিশ্বকাপের মতো ৪৮টি ম্যাচ খেলবে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রস্তাবনা অনুযায়ী ২০২৪ ও ২০২৮ সালে টি-টুয়েন্টি চ্যাম্পিয়নস কাপ, ২০২৫ ও ২০২৯ সালে ওয়ানডে চ্যাম্পিয়নস কাপ অনুষ্ঠিত হবে। আর এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজ নিয়ম অনুযায়ীই আয়োজিত হবে (২০২৬ ও ২০৩০ সালে)। ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৩ সালে আর সেই সঙ্গে ২০২৭ ও ২০৩১ সালেও হবে বিশ্বকাপ।
এছাড়া নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নস কাপ হবে ২০২৩ ও ২০২৭ সালে, বিশ্বকাপ হবে ২০২৫ ও ২০২৯ সালে। আর টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস কাপ হবে ২০২৪ ও ২০২৮ সালে, টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৬ ও ২০৩০ সালে।
৫০ ওভারের চ্যাম্পিয়নস কাপকে চ্যাপিয়নস ট্রফির মতোই ধরা হবে। ২০১৯ সালের অক্টোবরে আইসিসির বোর্ড সভাতেই এই প্রস্তাবনা তোলা হয়েছিল। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড এবং আইসিসি’র কর্তাদের মাঝে।
তবে এই চ্যাম্পিয়নস কাপে দল সংখ্যা কমিয়ে আনা হবে ৬-এ। ওয়ানডে চ্যাম্পিয়নস কাপে খেলবে মাত্র ৬টি দেশ। আর এই টুর্নামেন্টে ম্যাচ সংখ্যা থাকবে মাত্র ১৬টি। আইসিসির প্রস্তাবিত ২০২৩-২০৩১ চক্র সম্পর্কে মতামত দিতে ক্রিকেট বোর্ডগুলোকে ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মার্চের শেষে আইসিসির বোর্ড সভায় আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রস্তাবিত চক্র বাস্তবায়িত হলে এসব টুর্নামেন্ট করতেই ক্যালেন্ডারের বড় একটা অংশ শেষ হয়ে যাবে। যাতে করে দ্বিপক্ষীয় সিরিজ সেভাবে আয়োজন করা সম্ভব হবে না। এসবের সঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তো আছেই। আইসিসির প্রস্তাবনায় আরো উঠে এসেছে অলিম্পিকে ক্রিকেট সংযুক্তি। লস অ্যাঞ্জেলসে ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট থাকার ব্যাপারে আশাবাদী আইসিসি।
২০২৩-৩১ সাল পর্যন্ত আইসিসি’র সব টুর্নামেন্টের তালিকা:
২০২৩ সাল : পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ, নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নস কাপ।
২০২৪ সাল : পুরুষদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস কাপ, নারীদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস কাপ।
২০২৫ সাল : পুরুষদের ওয়ানডে চ্যাম্পিয়নস কাপ, নারীদের ওয়ানডে বিশ্বকাপ।
২০২৬ সাল : পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২০২৭ সাল : পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ, নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নস কাপ।
২০২৮ সাল : পুরুষদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস কাপ, নারীদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস কাপ।
২০২৯ সাল : পুরুষদের ওয়ানডে চ্যাম্পিয়নস কাপ, নারীদের ওয়ানডে বিশ্বকাপ।
২০৩০ সাল : পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, নারীদের টি-টুয়েন্টি বিশ্বকাপ।
২০৩১ সাল : পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ।