চট্টগ্রাম আবাহনীকে তাদের মাটিতেই চমক উপহার দিলো আরামবাগ
১৮ ফেব্রুয়ারি ২০২০ ২১:০১
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর শুরু করেছিল দু’দল একেবারে ভিন্নভাবে। মারুফুল হকের কোচিংয়ে বদলে যাওয়ার গল্প লিখতে শুরু করা চট্টগ্রাম আবাহনী জয় দিয়ে শুরু করেছিল লিগ। অন্যদিকে ক্যাসিনো ঝড়ের পর ঘুরে দাঁড়িয়ে লিগটা আরামবাগ শুরু করেছিল হার দিয়ে। দ্বিতীয় ম্যাচেই সাবেক দলের কাছে হেরে বসেছে মারুফুল। বলতে গেলে উড়ন্ত দলকে চমকে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।
দারুণ ফুটবল খেলতে থাকা চট্টগ্রাম আবাহনীকে তাদের ঘরের মাঠ এম এ আজিজ স্টেডিয়ামে আজ হারিয়ে দিয়েছে মতিঝিলের দল আরামবাগ।
গেল বছরে ক্যাসিনো ঝড়ের পর আরামবাগ ছেড়ে চট্টগ্রাম আবাহনী শিবিরে যোগ দিয়েছেন মারুফুল হক। গত কয়েক মৌসুম থেকে ধুঁকতে থাকা চট্টগ্রাম আবাহনী সম্প্রতি দুর্দান্ত ফুবটলই উপহার দিয়ে আসছিল। ফেডারেশন কাপের পর লিগেও দুর্দান্ত শুরু করে বন্দর নগরীর দলটাকে একেবারে চমকে দিয়েছে মারুফুলের সাবেক দল।
এর আগে লিগের প্রথম ম্যাচে শেখ জামালকে ২-০ ব্যবধানে হারিয়ে বিপিএল মিশন শুরু করে চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে আরামবাগ ১-০ ব্যবধানে হেরেছিল মোহামেডানের কাছে।
ফেডারেশন কাপে ভরাডুবির পর লিগে হার দিয়ে শুরু করা আরামবাগ ফিরলো অ্যাওয়ে ম্যাচে চট্টগ্রামের মাটিতে। যদিও ম্যাচের দখল-আক্রমণের ধার বেশি ছিল বন্দরনগরীর দখলে। যদিও ম্যাচের লিডটা এনেছিল আরামবাগই। ঢাকার ফুটবলে অভিজ্ঞ এলিটা কিংসলে ওসিওখার গোলে ৩৭ মিনিটে লিড নেয় আরামবাগ। মাঝমাঠ থেকে দুর্দান্ত পাস দিয়েছিলেন মোস্তফা খাহরাবা।
কে জানতো ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত মিনিটেই সকল ম্যাজিক অপেক্ষা করছিল।
প্রথমার্ধেই সমতায় ফেরে আবাহনী। চিনেদু মেথিউয়ের পাস থেকে চট্টগ্রাম আবাহনীর জার্সিতে প্রথম গোল করেন সাখাওয়াত রনি। অতিরিক্ত মিনিটেই ডিফেন্ডারের ভুলকে কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান এলিটা। ২-১ এ এগিয়ে যায় সফরকারিরা।
ওই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ। লিগে এটা তাদের প্রথম জয়। অন্যদিকে লিগে ঘরের মাঠেই প্রথম হার চট্টগ্রাম আবাহনীর।