Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাতলেটিকোর কাছে হারের স্বাদ পেল লিভারপুল


১৯ ফেব্রুয়ারি ২০২০ ০৫:১৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। অ্যাতলেটিকোর মাঠ ওয়ানডা মেট্রোপলিটিয়ানোতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ১-০ গোলে হেরেছে অল রেডরা।

ঘরের মাঠ এসটিডো ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ম্যাচের শুরু থেকেই চাপে ছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই বেশ আধিপত্য বিস্তার করে খেলছিল সফরকারীরা। আক্রমণের ছন্দ ধরে রেখে খেললেও লিভারপুল দেখাতে পারেনি তাদের ফিনিশিংয়ের নৈপুণ্য।

শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও ৪ মিনিটের মাথায় গোল হজম করে বসতে হয় তাদের। ডি বক্সের কাছে থেকে সাউল নিগেজের নেয়া ডান পায়ের নিখুঁত শটে বল খুঁজে পায় জালের ঠিকানা।

বিজ্ঞাপন

গোল শোধে এরপর মরিয়া হয়ে পরে ক্লপ শীষ্যরা। কিন্তু প্রতিপক্ষের গোলবার প্রতিবারই লক্ষ্যভ্রষ্ট হয় সালাহ-সাদিও মানেদের। পুরো ম্যাচ জুড়ে করা তাদের ৮টি শটের একটিও দেখা পায়নি জালের টিকি। শেষ পর্যন্ত আর গোল পরিশোধ করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

আগামী ১২ মার্চ লিভারপুলের মাঠে হবে ফিরতি লেগে মাঠে নামবে দুই দল।

আতলেটিকো মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ লিভারপুল শেষ ষোলো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর