‘চাপ নিতে না পারলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা কঠিন’- মুমিনুল
২১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:১৭
টেস্ট ক্রিকেটে টানা পরাজয়ে জর্জরিত বাংলাদেশ। পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসার নিমিত্তেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়েকে। কিন্তু দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে বেশ পিছিয়েই রয়েছে মুমিনুল এন্ড কোং। ফলে পাহাড়সম চাপ নিয়েই শনিবার (২২ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নামতে যাচ্ছে ডোমিঙ্গো শিষ্যরা।
কিন্তু এই চাপকে খুব একটা প্রাধান্য দিচ্ছেন না বাংলাদেশ দলপতি মুমিনুল হক। তিনি বলেন, ‘না বাড়তি কোন চাপ নাই, যতটুক থাকার অত টুকুই আছে।… চাপতো আন্তর্জাতিক ক্রিকেটে থাকবেই। এই চাপ নিয়েই খেলতে হবে স্বাভাবিক। এ চাপ নিতে না পারলে আমার কাছে মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট খেলা কঠিন।’
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সংবাদসম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
রোডেশিয়ানদের বিপক্ষে বিগত ৫ বছরের অভিজ্ঞতার কারণে জয়ের ব্যপারে আশাবাদী বেশ আশাবাদী টাইগার দলপতি। কেননা বিগত পাঁচ বছরে পাঁচ বারের দেখায় চার বার জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তাই সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে কিছুটা চাপে থাকলেও জয়ের ব্যপারে বেশ আশাবাদী এই দলপতি।
‘দেখেন প্রতেকটা সিরিজেই, ম্যাচেই যখন আমরা খেলতে নামি তখন আমরা কিন্তু জেতার জন্যই নামি। এটা জিম্বাবুয়ে হোক অস্ট্রেলিয়া হোক যেই হোক। আর আপনিতো আন্তর্জাতিক যখন খেলবেন প্রেসারতো একটু থাকবেই। এতটুকু প্রেসার নিতে হবে আমাকেও, সবাই চিন্তা করতেছে ওভাবে। ডেসপারেটলি ভালো ক্রিকেট খেলার ভাবনা সবার। অনুশীলন সেশনেও লাস্ট ৩-৪/৫ দিন ধরে অনুশীলনে সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের হতাশা ভুলে নতুন উদ্যমে খেলা শুরু করতে চান মুমিনুল হক।
তিনি বলেন, ‘অবশ্যই আশা করি। আমি আপনার আগের প্রশ্নেও বলেছি আমি যখনই নামি যে দলের বিপক্ষেই নামি সবসময় কিন্তু জেতার জন্যই নামি। আর এই ম্যাচটাও জেতার জন্যই নামবো। অবশ্যই আশাবাদী, আশা না থাকলেতো হবেনা। সাথে বিশ্বাসও আছে। ইনশাল্লাহ কালকে ভালো ক্রিকেট খেলবো বলে আমরা আশাবাদী।’
শনিবার (২২ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।