‘ঘরের মাঠে বাংলাদেশ বেশ শক্তিশালী’- ক্রেইগ আরভিন
২১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫০
শনিবার (২২ ফেব্রুয়ারি) টেস্ট ম্যাচ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের পূর্ণাঙ্গ সিরিজ। একদিকে পাকিস্তানের কাছে কিছুদিন আগেই টেস্টে ইনিংস ব্যবধানে হেরে পাঁচ দিনের টেস্ট সাড়ে তিন দিনেই শেষ করে দেশে ফিরে এসেছে বাংলাদেশ। অপরদিকে শ্রীলংকার বিপক্ষে প্রবল বিক্রমে লড়াই চালিয়ে জয় না পেলেও ড্র করে মাঠ ছেড়েছে জিম্বাবুয়ে। ফলে স্বাগতিকদের সামনে লক্ষ্য জয়ের ধারায় ফেরা আর সফরকারী দল চাইবে আগের ম্যাচের পারফরম্যান্স কাজে লাগিয়ে জয় ছিনিয়ে আনতে।
কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে বাংলাদেশের বিপক্ষের ম্যাচটি কিছুতেই সহজ মানতে নারাজ জিম্বাবুয়ে দলপতি ক্রেইগ আরভিন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আয়োজিত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যদিও তাদের (বাংলাদেশের) সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভাল নয়, কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে ঘরের মাঠে বাংলাদেশ বেশ শক্তিশালী। একটি প্রতিযোগিতামূলক ম্যাচ হবে এটি আমি মনে করি।’
বাংলাদেশ দলের টেস্টে সর্বশেষ অবস্থার কারণে স্বভাবতই চাপে রয়েছে বাংলাদেশ। আর এই চাপকে কাজে লাগিয়ে ম্যাচ জিততে আত্মবিশ্বাসী রোডেশিয়ান এই দলপতি। তিনি বলেন, ‘ঘরের মাঠে স্বভাবতই বাংলাদেশ চাপে থাকে। আর এর সঙ্গে যোগ হয়েছে সাম্প্রতিক সময়ের টেস্টের ফলাফল। এতে তাঁরা আরও বেশি চাপে রয়েছে। ঘরের মাঠে বাংলাদেশ জিততেই চাবে। কিন্তু আমরা আমাদের খেলার উপর বেশি নজর দেব। আপাতত বাংলাদেশ দলকে নিয়ে খুব একটা ভাবছি না আমরা।’
সদ্য সমাপ্ত শ্রীলংকা সফরে দলের পারফরম্যান্স তাঁকে এত আত্মবিশ্বাসী করে তুলেছে বলে তিনি স্বীকার করেন। আরভিন জানান, ‘আমরা শ্রীলংকায় দুটি ভাল ম্যাচ খেলেছি। সেই ম্যাচের অভিজ্ঞতার আলোকে এই ম্যাচে আমরা গতি আনতে চাইছি।’
৩৪ বছর বয়সী এই অধিনায়ক আরও বলেন, ‘আমরা সারাবছর খুব একটা টেস্ট খেলার সুযোগ পাই না। যখনই সুযোগ আসে তখনই আমরা সেটা কাজে লাগানোর চেষ্টা করি। বাংলাদেশে আর আগেও আমরা খেলে গিয়েছি। ফলে আমাদের জানা আছে এখানকার আবহটা কেমন।’
সিরিজের প্রথম টেস্টে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।