‘বাফুফের বিপক্ষে বলায়’ লাখ টাকা জরিমানা
২২ ফেব্রুয়ারি ২০২০ ২০:৪০
ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অব্যবস্থপনা নিয়ে গণমাধ্যমের কাছে কথা বলায় লাখ টাকা জরিমানা করা হয়েছে এক ফুটবল কর্মকর্তাকে। বসুন্ধরা কিংসের বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর বি এ জোবায়ের নিপুকে এই জরিমানা করেছে বাফুফে।
বাফুফের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে একসময় কাজ করতেন নিপু। গত জানুয়ারিতে ফেডারেশন কাপ চলাকালীন ফেডারেশনের অব্যস্থাপনা নিয়ে এক বেসরকারি টেলিভিশনের কাছে মন্তব্য করায় এ জরিমানা করা হয়েছে বলে এক চিঠিতে উল্লেখ করেছে ফেডারেশন।
অব্যবস্থাপনা নিয়ে যে মন্তব্য করেছেন সেটি আবার জানালেন জোবায়ের নিপু, ‘বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছি। যারা কোচ ছিল তাদের যা বেতন ছিল তার থেকে বাড়ে নাই। এ কথা বলেছিলাম। এবং তিনমাস ধরে ওরা বেতন পায় না। সবাই বেতন পায় তারা পায় না। তারা ফুলটাইম ডিউটি করে ওখানে (বাফুফে)। বঙ্গবন্ধু গোল্ডকাপ যখন হয়েছিল তখন বলেছিলাম ভালভাল দল রেখে কেন এসব টিম ডাকা হচ্ছে।’
গত তিন জানুয়ারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অব্যবস্থাপনা নিয়ে এমন বক্তব্য দিয়েছিলেন বাফুফের সাবেক ও বসুন্ধরা কিংসের বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর আবু জোবায়ের নিপু। এমন মন্তব্যের পরে নিপুকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জরিমানার টাকা ১৬ মার্চের মধ্যে প্রদান করতে বলা হয়।
এর আগে নিপুকে শোকজ করেছে ফেডারেশন। তার জবাবে নিপু বলেছিলেন, ‘আমাকে শোকজ দেয়া হয়েছিল। আমি ক্লারিফিকেশন দিয়েছি। জবাব দিয়েছি। বলেছি, আমার যদি কোন ভুল থেকে থাকে ক্ষমাদৃষ্টিতে দেখবেন। কিন্তু আমি ভুল করি নাই। আমি বারবার বলছি। আমরা একটা কথা ভুল বলি নাই। মিথ্যা বলি নাই। কালকে আমাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।’
গঠনমূলক সমালোচনা করায় এমন জরিমানা কি জানতে চেয়েছেন নিপু, ‘একটা ফেডারেশন যখন চলে, ফুটবলের সংশ্লিষ্টরা ভাল-মন্দ সমালোচনা করতেই পারে। আমি গঠনমূলক সমালোচনা করেছি। আমি দেশের কাছে জবাব চাই। সংশ্লিষ্টরদের কাছে জবাব চাই। তাহলে কি আমরা কোন কথা বলতে পারবো না?’
নিপুর অভিযোগ, ‘ফুটবলে ফেডারেশনে থাকা অবস্থায় তার কোনও কিছুকে আমলে নেয়নি বাফুফে, আমি যতগুলা প্রপোজাল দিয়েছি একটা প্রপোজালও নেয় নাই। আমি যে প্রপোজালগুলো দিয়েছি আমার মনে হয় পড়েও দেখেনি ফেডারেশনের কেউ।’
ফুটবল উন্নয়নে তৃণমূলে সেভাবে কোনও কাজ করেনি ফেডারেশন এমন কথা জানিয়েছে বাফুফের সাবেক এই কর্মকর্তা, ‘কোনও টুর্নামেন্টেই নাই। লিগ সাতবছর পর হলো। উন্নয়নের জন্য যদি কাজ না করে তৃণমূল পর্যায়ে যদি কাজ না করে তাহলে তো মুশকিল। আমি এ কথাগুলোই বলতে চেয়েছি।’
১ লাখ টাকা জরিমানা জোবায়ের নিপু টেকনিক্যাল ডিরেক্টর বাফুফে শোকজ