Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে লজ্জায় ফেলে কিউইদের শততম জয়


২৪ ফেব্রুয়ারি ২০২০ ১১:১১

ইনিংস হারের লজ্জা এড়ালেও টেস্ট হারের লজ্জা এড়াতে পারলো না ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে হেরে দুই ম্যাচ সিরিজ ১-০ তে পিছিয়ে গেল সফররতরা। আর ভারতকে হারিয়ে অনন্য এক সেঞ্চুরি করলো নিউজিল্যান্ড। সাদা পোশাকে ১০০ টেস্ট জয়ের স্বাদ পেলো কিউইরা।

টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে ওয়ানডেতে নিজেরাই ধবল ধোলাইয়ের শিকার হয়েছিল কোহলি বাহিনী। প্রথম টেস্টেও ভারতকে তেমনই ইঙ্গিত দিল নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ওয়েলিংটনে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে নিউজিল্যান্ডের বোলিং তোপে ভারতের রানের চাকা থেমে যায় ১৯১ রানে।

টিম সাউদির তোপে আজিঙ্কা রাহানে ২৯, হনুমা বিহারি ১৫, ঋষভ পন্ত ২৫, অশ্বিন ৪ রানে আউট হোন। শেষদিকে ইশান্ত শর্মার ব্যাট থেকে ১২ রান না এলে ইনিংস পরাজয় বরণ করতে হতো রবি শাস্ত্রীর দলকে। মোহাম্মদ সামি অপরাজিত ছিলেন ২ রানে। ১৯১ রানে অল আউট হওয়ার কারণে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯ রানের।

এরপর ৯ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংস শুরু করে দুই ওপেনার টম লাথামের ৭ ও টম ব্লান্ডেলের ২ রানের সুবাদে অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

প্রথম ইনিংসে কিউই পেসের সামনে ১৬৫ রানে আত্মসমর্পণ করতে হয়েছিল ভারতকে। ব্যাট করতে নেমে  নিউজিল্যান্ড প্রথম ইনিংসে তোলে ৩৪৮ রান। আর ভারতের সামনে দাঁড় করিয়ে দেয় ১৮৩ রানের লিড। এই লিডের জবাবে খেলতে নেমে ১৯১ রানে থামে ভারতের দ্বিতীয় ইনিংস। আর কিউইরা পায় ৯ রানের টার্গেট।

ভারতকে মূলত একাই গুড়িয়ে দিয়েছেন টিম সাউদি। দুই ইনিংসে একাই শিকার করেছেন ৯টি উইকেট। ট্রেন্ট বোল্টের শিকার ৫ উইকেট আর জেমিসনের ৪ উইকেট।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের এটি ১০০তম টেস্ট জয়। সাদা পোশাকের ক্রিকেটে জয়ের সেঞ্চুরি পেতে তাদের খেলতে হয়েছে ৪৪১টি ম্যাচ। ভারত ৪৩২তম ম্যাচে এসে ২০০৯ সালে পেয়েছিল ১০০তম টেস্ট জয়ের স্বাদ।

এছাড়া এ নিয়ে তৃতীয়বারের মতো নিজেদের মাটিতে ভারতকে ১০ উইকেটে হারের লজ্জায় ডুবালো নিউজিল্যান্ড। আর দ্বিতীয়বারের মতো কোহলির অধীনে ১০ উইকেটের ব্যবধানে হারলো ভারত।

১০০তম টেস্ট জয় ভারত-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর