Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের লক্ষ্য ১৪৩


২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩৫

পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু বাংলাদেশের। নিজেদের উদ্বোধনী ম্যাচে ভারতকে ১৪২ রানে আটকে দেয় বাংলাদেশ নারী দল। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৩ রানের।

এর আগে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০’এ টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। আর শুরুতে বোলিং নেওয়াটা সঠিক বলেই প্রমাণ করলেন অধিনায়ক নিজেই। ইনিংসের দ্বিতীয় ওভারে ভারতীয় ওপেনার তানিয়া ভাটিয়ার (২) উইকেট তুলে নেন সালমা খাতুন।

বিজ্ঞাপন

তবে দ্বিতীয় উইকেট জুটিতে শেফালি ভার্মার সঙ্গে জেমিয়াহ রদ্রিগেজ দলীয় সংগ্রহ অর্ধশতক করেন। মাত্র ১৭ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে পান্না ঘোষের শিকার হয়ে ফেরেন শেফালি ভার্মা। এরপর হারমানপ্রিতকে (৮) নিজের দ্বিতীয় শিকার বানান পান্না। এরপর জেমিয়াহ রদ্রিগেজ (৩৪) রান আউটে কাটা পড়লে চাপে পড়ে ভারত। দলীয় ১১৩ রানে ৬ উইকেট হারায় ভারত।

ইনিংসের ১৭তম ওভারে রিচা ঘোষকে (১৪) নিজের দ্বিতীয় শিকার বানান সালমা খাতুন। শেষ দিকে ভিদা কৃষ্ণমুর্তির ঝড়ো ২০ রানের ইনিংসে ৬ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ১৪২ রান। বাংলাদেশের হয়ে ৪ ওভার বল করে সমান ২৫ রান দিয়ে দু’টি করে উইকেট তুলে নেন অধিনায়ক সালমা খাতুন এবং পান্না ঘোষ।

বাংলাদেশ একাদশ: মুর্শিদা খাতুন, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, নিগার সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), ফাহিমা খাতুন, জাহানারা আলম, পান্না ঘোষ, নাহিদা আক্তার।

ভারত একাদশ: তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), শেফালি ভার্মা, জেমিনাহ রদ্রিগেজ, হারমানপ্রিত কর (অধিনায়ক), দ্বীপ্তি শর্মা, রিচা ঘোষ, ভিদা কৃষ্ণমুর্তি, শিক্ষা পান্ডে, পুনম যাদব, রাজশ্রি গায়কোয়াদ।

বিজ্ঞাপন

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ বনাম ভারত

বিজ্ঞাপন
সর্বশেষ

২ দিনে আয় ২৮৯ কোটি টাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

সম্পর্কিত খবর