‘স্বপ্নচূড়াকে নিয়ে বাফুফেকে দায়িত্বশীল হওয়া উচিৎ ছিল’
২৪ ফেব্রুয়ারি ২০২০ ২০:৪৮
ঢাকা: সাত বছর পর শুরু হওয়া নারী ফুটবল লিগ থেকে স্বপ্নচূড়া ও আক্কেলপুর ফুটবল একাডেমিকে বাদ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের সর্বোচ্চ ফুটবল অভিভাবকের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন ক্ষোধ ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বললেন, স্বপ্নচূড়াকে নিয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিৎ ছিল ফেডারেশনের।
আজ সোমবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন শেষে দেশের ক্রীড়া প্রতিমন্ত্রী এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলে তার প্রতিক্রীয়া ব্যক্ত করেন।
বাফুফে কর্তাদের এমন আচরণ পছন্দ হয়নি ক্রীড়া প্রতিমন্ত্রীর। ফেডারেশনের কর্মকাণ্ডে দায়িত্বশীলতার অভাব দেখছেন তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘তাদের স্বপ্নগুলো ভেঙে গেছে। অনেক আগ্রহ নিয়ে তারা এসেছিল। অনেকে বলেছে তারা দরিদ্র পরিবারের সন্তান। নিজেদের কষ্টার্জিত টাকায় তারা প্রশিক্ষণ নিয়েছে। এতকিছুর পরও তারা খেলতে পারবে না এজন্য তারা কষ্ট পেয়েছে। শুধু তারা নয়; আমিও কষ্ট পেয়েছি। আমি মনে করি বিবেকবান সব মানুষই কষ্ট পেয়েছে।’
এক্ষেত্রে ফেডারেশনকে আরো দায়িত্বশীল হওয়া দরকার ছিল বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘তারা যাতে অংশগ্রহণ করতে পারে, সেটা নিশ্চিত করা উচিত ছিল।’
সাতবছর পর নারী ফুটবল লিগ দেশের মাটিতে গড়াচ্ছে। নিয়ম মেনেই রেজিস্ট্রেশন করে স্বপ্নচূড়া ও আক্কেলপুর ফুটবল একাডেমি। হঠাৎ তাদেরকে বাদ দেয়া হয় নারী লিগ থেকে। এমন সিদ্ধান্তে চটেছেন অনেকেই। মন্ত্রীর কথায়, ‘এমনিতেই নারী ফুটবল টুর্নামেন্ট (লিগ) হয় না বাংলাদেশে। সেটা হচ্ছে এবার। সেখানে এ ধরনের দল যেহেতু অনেক কষ্ট করে এসেছে, উচিত ছিল যে কোনোভাবে হোক ফুটবল ফেডারেশন দায়িত্ব নিয়ে হলেও তাদেরকে এই লিগে খেলার সুযোগ দেয়া।’
ফুটবলে নারীদের আরও বেশি সম্পৃক্ত করতে এমন সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকতে পারতো বাফুফে মনে করেন মন্ত্রী, ‘নারীরা কিন্তু‘ এমনিতেই পিছিয়ে আছে। আমরা চেষ্টা করছি তাদের বাড়ির বাইরে এনে খেলাধুলায় সম্পৃক্ত করা। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের নিয়োজিত করা। যেখানে তারা কষ্ট করে বাড়ির বাইরে বের হয়ে এসেছে; বিভিন্ন রকম বাধা বিপত্তি উপেক্ষা করেও তারা কিন্তু ফুটবল খেলছে। লিগ সামনে রেখে অনুশীলন করেছে, আগেভাগে ঢাকায় এসেছে। ক্লাব (স্বপ্নচূড়া) কর্মকর্তাদের গাফলতির কারণে খেলোয়াড়রা তো ক্ষতিগ্রস্ত হতে পারে না।’
সারাবাংলা/জেএইচ
ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল নারী লিগ স্বপ্নচূড়া ও আক্কেলপুল ফুটবল একাডেমি’