Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে নিল কিংস


২৫ ফেব্রুয়ারি ২০২০ ২২:০৭

ঢাকা: এবার লিগে এক ম্যাচে দুই দেশি ফুটবলার গোল করেছে তৃতীয় রাউন্ড পর্যন্ত এমনটা দেখা যায়নি। সেটা এবার একশ’তে একশ হলো কিংস-ব্রাদার্স ম্যাচে। এ ম্যাচে দু’জন স্থানীয় ফুটবলারের দুর্দান্ত তিনটি গোল দেখেছে ফুটবল সমর্থকরা। সঙ্গে ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচ। শ্বাসরুদ্ধকর ম্যাচে ব্রাদার্সকে হারিয়ে জয়ে ফিরেছে ফেডারেশন কাপজয়ীরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় রাউন্ডের অ্যাওয়ে ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৩-২ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে বসুন্ধরা কিংস।

বিজ্ঞাপন

গত লিগের ভয়ংকর কিংস যেন এবারের লিগে নিজের ছাঁয়া হয়ে আছে। চ্যাম্পিয়নশিপ থেকে লিগে পা রাখা নবাগত উত্তর বারিধারাকে লিগের প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে হারিয়ে মিশন শুরু করেছিল কিংস। দ্বিতীয় ম্যাচে আরেক নবাগত বাংলাদেশ পুলিশের সঙ্গেও ভুগতে হয়েছে কিংসকে। ১-১ ব্যবধানে ড্র সেটার কথাই বলে।

এদিকে নতুন কোচ রেজা পার্কাসের কোচিংয়ে ভাল ফুটবল খেলা ব্রাদার্স ইউনিয়ন এবার লিগে চমকই দেখাচ্ছে বলতে হবে। দুই হ্যাভিয়েট আবাহনী ও শেখ রাসেলকে আটকে দিয়েছে তার শিষ্যরা।

তবে আজকের ম্যাচের শুরুটা সেভাবে করতে পারেনি রেজার শিষ্যরা। কিংসের কাছে প্রথমার্ধেই দুবার পিছিয়ে যায় ব্রাদার্স। ম্যাচে আধিপত্য দেখিয়ে লিড আনতেও দেরি করেনি কিংস। ইব্রাহিমের গোলে ১৭ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ৩১ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে একাই দুর্দান্ত সুযোগ তৈরি করেও গোলে পরিণত করতে পারেননি বিপলু। ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলবারে শট নিলে গোলরক্ষক থেকে ফিরে আসে বল। সেটিকে বারের উপর দিয়ে মেরে দেন ইব্রাহিম।

বিজ্ঞাপন

অবশ্য ম্যাচের ৪৪ মিনিটে সেই আক্ষেপ ঘুচিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি জোড়া গোল করেন ইব্রাহিম। ডিফেন্ডারকে দারুণভাবে ড্রিবলিং করে গোলরক্ষককেও ধোকা দিয়ে এগিয়ে গিয়ে বল বাঁ পায়ে দর্শনীয়ভাবে জালে জড়ান জাতীয় দলের এই উইঙ্গার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়িয়ে ফেলে কিংস। এবার কলিনদ্রেস নিজেই এগিয়ে এলেন। তবে এভাবে গোল করবেন সেটা কিছুটা অকল্পনীয়ই ঠেকে। ডি বক্সের বেশ বাইরে থেকে একেবারে বাঁকানো শটে বারের কোণা বরাবর বলটাকে দারুণভাবে ঠিকানায় ফেলে দু’হাত প্রসারিত করে চিরচেনা উদযাপনে মেতে উঠলেন বিশ্বকাপ খেলুড়ে কোস্টারিকার এই ফুটবলার।

সেই উৎসবে হানা দেয় ব্রাদার্স ইউনিয়ন। আবাহনী-শেখ রাসেলকে আটকে দেয়া ব্রাদার্স এবার ব্যবধান কমিয়ে নেয় ৬৬ মিনিটে। বাঁ পায়ে বুলেট শটে বল জালে জড়ান কিংসলে। ৭৮ মিনিটে অরূপ কুমারের দৃষ্টিনন্দন হেডে ব্যবধান কমায় ব্রাদার্স।

শেষ পর্যন্ত আর গোল পরিশোধ করতে পারেনি ব্রাদার্স। জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে অস্কার ব্রুজনের শিষ্যরা।

এ জয়ে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল বসুন্ধরা কিংস। আর তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে সাতে ব্রাদার্স ইউনিয়ন।

৫ গোলের রোমাঞ্চ বসুন্ধরা কিংস বিপিএল ব্রাদার্স ইউনিয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর