Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফি ভাইয়ের সঙ্গে খেলাটাও গর্বের: আল-আমিন


২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২৭

ওয়ানডে দল ঘোষণার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন অধিনায়ক হিসেবে এটিই মাশরাফির শেষ সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ১ মার্চ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। রঙিন পোষাকে টাইগারদের দলে নিয়মিত মুখ পেসার আল-আমিন সুযোগ পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষের ওয়ানডে সিরিজেও। সংবাদমাধ্যমকে জানালেন মাশরাফির সঙ্গে খেলাটা সব সময় আনন্দের।

বিজ্ঞাপন

সিলেটের উদ্দেশ্যে বাংলাদেশ দল রওনা দেবে আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)। এর আগে গণমাধ্যমের কাছে আল-আমিন বলেছেন, ‘মাশরাফির ফেরা? উনি তো ওয়ানডে’তে আমাদের সেরা অধিনায়ক এবং একজন পারফর্মার। হ্যা কিছুদিন হয়ত খেলার বাইরে ছিলেন কারণ আমাদের কোনো সিরিজ ছিল না এখন আবার দলে এসেছেন। উনি সামনে থেকে নেতৃত্ব দেন এবং সামনে থেকেই দলকে এগিয়ে নেন।’

বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কথা মোতাবেক জিম্বাবুয়ে সিরিজই অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ সিরিজ। এ বিষয়ে আল-আমিন বলেন, ‘ মাশরাফি ভাই অধিনায়ক হিসেবে থাকবেন কিনা সেটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। তবে উনার সাথে খেলাটা আনন্দ ও গর্বের ব্যাপার।’

বিসিবি বস পাপনের কথা ধরে গণমাধ্যমের প্রশ্ন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে কি মাশরাফিকে ট্রিবিউট করতে চান? জবাবে এই পেসার বলেন, ‘মাশরাফিকে ট্রিবিউট বা অন্য কিছু না। আমরা কয়েকটা সিরিজ ধরে খুব ভালো খেলতে পারছি না। আমরা যেভাবে সবাই টেস্ট ক্রিকেট খেলেছি আর ওয়ানডে’তে আমাদের যে দলটা আছে সেভাবে খেলতে পারলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতাটা খুবই সম্ভব। ভারতের সঙ্গে আমরা টি-টোয়েন্টি’তে বেশ ভালো খেলেছি যদিও জিততে পারিনি। তো সেই হিসেবে আমরা যদি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারি সেটা খুবই ভালো হবে; সিরিজ তো আমাদের জিততেই হবে।’

বিশ্বকাপের পর শ্রীলংকার বিপক্ষে তাদের মাতিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের শিকার হতে হয়েছিল টাইগারদের। এরপর আর কোনো ওডিআই খেলেনি বাংলাদেশ দল। তাই তো জয়ের জন্য মরিয়া পুরো দল। আর সেই সঙ্গে টাইগার ক্রিকেটের দিনবদলের নায়ক মাশরাফি বিন মুর্ত্তজার অধিনায়ক হিসেবে শেষ সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে। এই সিরিজ জয়টা তাই খুবই গুরুত্বপূর্ণ টাইগার ক্রিকেটারদের জন্য। আল-আমিন বলেন, ‘মাশরাফি ভাই বা সবার জন্য না… এটা আসলে আমাদের ক্রিকেটের জন্যই ভালো হবে। আমাদের অভিজ্ঞতা আরো বাড়বে এবং সামনের সিরিজগুলোর জন্য আত্মবিশ্বাসটাও বাড়বে।’

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের অতীত পরিসংখ্যানও বাংলাদেশ দলকে সাহস যোগাচ্ছে। দুই দলের শেষ ১৩ দেখায় প্রতিবারই শেষ হাসি হেসেছে টাইগাররা। আর জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার বাংলাদেশ ওয়ানডে’তে হেরেছিল ২০১৩ সালে। এরপর থেকে টানা ৭ বছর ধরে একদিনের ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত বাংলাদেশ দল।

আল আমিন হোসেন ওয়ানডে সিরিজ নাজমুল হাসান পাপন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে মাশরাফি বিন মুর্ত্তজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর