বহুল আলোচিত বাফুফে নির্বাচন ২০ এপ্রিল
২৮ ফেব্রুয়ারি ২০২০ ২১:০৩
ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাঙ্খিত নির্বাচনের সময় চূড়ান্ত করা হয়েছে। আগামী ২০ এপ্রিল দেশের সর্বোচ্চ ফুটবল অভিভাবক নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে ফেডারেশন। এদিকে মতিঝিলস্থ বাফুফে ভবনে বহুল আলোচিত এ নির্বাচন আয়োজন করা হবে। বাফুফে নির্বাচন উপলক্ষ্যে কমিশনও গঠন করা হয়েছে।
বাফুফে ভবনে আজ শুক্রবার কার্যনির্বাহী কমিটির ১৮ তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় ২০ এপ্রিল সোমবার বাফুফে নির্বাচনের সময় নির্ধারণ করা হয়। ওই দিন সাধারণ সভার পাশাপাশি নির্বাচিত কমিটি পরের চার বছরের জন্য দেশের ফুটবলের সর্বোচ্চ অভিভাবক হিসেবে বহাল থাকবেন।
এ নির্বাচনের নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে চূড়ান্ত করা হয়েছে মেজবাহ উদ্দিনকে। বাকী দু’জন নির্বাচন কমিশনার হলেন মাহফুজুর রহমান সিদ্দিকী, মোতাহার হোসেন সাজু।
দু’মাসেরও কম সময় আছে নির্বাচনের। এর মধ্যে বাফুফের নির্বাচনে সভাপতি পদে দাঁড়ানোর অভিব্যক্তি প্রকাশ করেছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন ও একই কমিটির সহ-সভাপতি বাদল রায়। মাঝে কদিন আগে হঠাৎ নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন তরফদার রুহুল আমিন।