পাঁচ বছরে মেসির থেকে রোনালদো পিছিয়েছেন ২৪ গোলে
২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫৭
ফুটবল বিশ্লেষকদের মতে ইতিহাসের সব থেকে বড় দ্বৈরথের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির দ্বৈরথ অন্যতম সেরা। একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতাটা যেন এক মহারণ। তবে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর এই যুদ্ধে লিওনেল মেসির থেকে বেশ পিছিয়ে পড়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
গেল মৌসুম অর্থাৎ ২০১৮/২০১৯ মৌসুম থেকে চলতি মৌসুমে এখন পর্যন্ত লিওনেল মেসির তুলনায় ২১টি গোল কম করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ব্যবধানটি আরো বেড়ে যায় সময়টা যখন হিসেব করা হয় ২০১৫/২০১৬ মৌসুম থেকে।
২০১৫/২০১৬ মৌসুম থেকে বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসি খেলেছেন মোট ২৩৪টি ম্যাচ। আর নামের পাশে গোলের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২১৪টি। আর সেই সঙ্গে ৯৫টি অ্যাসিস্টও আছে মেসির নামের পাশে।
ঠিক অন্য দিকে এই পাঁচ মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো খেলেছেন লিওনেল মেসির থেকে ২২টি কম ম্যাচ অর্থাৎ মোট ২১২টি ম্যাচ। আর এই পাঁচ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো নামের পাশে যুক্ত করতে পেরেছেন ১৯০টি গোল। সেই সঙ্গে আছে ৪৭টি অ্যাসিস্টও।
সব মিলিয়ে গেল পাঁচ মৌসুমে লিওনেল মেসির থেকে গোল সংখ্যার দিক দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো পিছিয়ে পড়েছেন ২৪ গোলের ব্যবধানে। আর অ্যাসিস্টের সংখ্যা হিসেব করলে রোনালদোর তুলনায় মেসি ৫২টি অ্যাসিস্ট বেশি করেছেন।
কেবল ক্লাব পর্যায়ের পরিসংখ্যান হিসেব করলে গেল পাঁচ মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনায় ব্যক্তিগতভাবে বেশ এগিয়ে লিওনেল মেসি।
আর এই পরিসংখ্যানের সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে এই দুই মহাতারকার পরিসংখ্যান হিসেব করলে দেখা মেলে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে দুইজনের মধ্যে। শেষ পাঁচ বছরে আর্জেন্টিনার জার্সি গায়ে চড়িয়ে লিওনেল মেসি খেলেছেন ৪১টি ম্যাচ আর এই সময়ে করেছেন মাত্র ২৫টি গোল। অন্যদিক একই সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো ৪৬ ম্যাচ খেলে করেছেন ৪৭টি গোল।
আন্তর্জাতিক ক্যারিয়ার আর সেই সঙ্গে ক্লাব ক্যারিয়ার এক সঙ্গে যুক্ত করলে দেখা মেলে লিওনেল মেসি ২৭৫ ম্যাচ খেলে করেছেন ২৩৯টি গোল। আর ক্রিস্টিয়ানো রোনালদো ২৫৮ ম্যাচ খেলে করেছেন ২৩৭টি গোল।
ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লিওনেল মেসি গোল পরিসংখ্যান দ্বৈরথ লিওনেল মেসি