উড়তে থাকা লিভারপুলকে মাটিতে নামালো ওয়াটফোর্ড
১ মার্চ ২০২০ ১১:২০
বড় এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে উড়তে থাকা লিভারপুল এভাবে পথ হারাবে কে জানত! ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকা দলটি কাল ওয়াটফোর্ডের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে।
২৭ ম্যাচ অপরাজিত থাকার পথে সর্বশেষ ১৮ ম্যাচের প্রতিটিই জিতেছিল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে যা যৌথভাবে টানা সর্বোচ্চ জয়ের রেকর্ড। অর্থাৎ গতরাতে ওয়াটফোর্ডকে হারাতে পারলেই টানা সর্বোচ্চ জয়ের রেকর্ড হতো ইয়ূর্গেন ক্লপের দলের। অপ্রত্যাশিত হারে সেটা আর হলো না।
ম্যাচে দাপট দেখাল অবশ্য লিভারপুলই। ওয়াটফোর্ডের মাঠে খেলা হলেও ৭১ শতাংশ বলের দখল ধরে রেখেছিলেন মোহাম্মদ সালাহ, রোবের্তো ফিরমিনোরা। তবে এই দাপট চূর্ণ হতে সময় লেগেছে মাত্র ১৮ মিনিট। যাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন ইসমাইলা সার। ১৮ মিনিটের মধ্যে লিভারপুলের জালে নিজে দুবার বল জড়িয়ে অন্যকে দিয়ে এক গোল করিয়ে নিয়েছেন সেনেগালের তরুণ।
প্রথমার্ধে গোল পায়নি কোন দল। ৫৪ মিনিটে থ্রো-ইন থেকে বল পেয়ে ওয়াটফোর্ডকে ১-০ গোলে এগিয়ে নেন সার। তাতেই বুঝি জেগে উঠল স্বাগতিকরা! এতে লিভারপুলের বর্ষসেরা গোলরক্ষক অ্যালিসন বেকারের ‘সহায়তা’ও কিছুটা ছিল। ওয়াটফোর্ডের পরের দুই গোলে অ্যালিসনও দায়ী।
৬০ মিনিটে ডি-বক্সের সামনে হঠাৎ বল পেয়ে যান সার। অ্যালিসন অনেকটা এগিয়ে থাকার কারণে লিভারপুলের গোলবার তখন অনেকটাই অরক্ষিত। ফলে গোল করতে অসুবিধা হয়নি সারের। দারুণ এক চিপে নিজের ও দলের দুই নম্বর গোলটি আদায় করে নিয়ে লিভারপুলকে কঠিন চাপে ফেলেন সেলেনালের তরুণ।
৭২ মিনিটে ট্রয় ডেনি গোল করে ক্লাপের দলকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন। এবারও বল পায়ে দৌঁড়–তে থাকা সারের সামনে এগিয়ে যেতে চেয়ে তালগোল পাকিয়ে ফেলেন অ্যালিসন। লিভারপুলের গোলবার তখন অনেকটাই অরক্ষিত, ওদিকে ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন ডেনি।
বল এগিয়ে দেন সার, তা থেকে গোল করতে একটুও কষ্ট করতে হয়নি ডেনিকে। তিন গোলে পিছিয়ে থাকার পর আর ঘুড়ে দাঁড়াতে পারেনি লিভারপুল। ৩-০ ব্যবধানে হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটিকে।
২৮ ম্যাচ খেলে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট এখন ৭৯। ২৭ ম্যাচ খেলে টেবিলের দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৭।
এদিকে, কাল লিগের অপর ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে চেলসি। সাউদাম্পটনের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে ওয়েস্টহাম। নরওয়ে সিটির বিপক্ষে ১-০ গোলে হেরেছে সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটি।