নেইমার শূন্যতা বুঝতে দিলেন না এমবাপে
১ মার্চ ২০২০ ১১:২৮
নেইমার নেই, পিএসজির সর্বশেষ ম্যাচে লাল কার্ড দেখেছেন ব্রাজিলিয়ান তারকা। তাতে কী, কিলিয়ান এমবাপে তো আছেনই! দিজেঁর বিপক্ষে নেইমার শূন্যতা বুঝতেই দিলেন না ফরাসি তরুণ। জোড়া গোল করে লিগ ম্যাচে পিএসজিকে ৪-০ গোলে জিতিয়েছেন এমবাপে। ফরাসি ক্লাবটির পক্ষে বাকি দুই গোল করেছেন পাবলো সারাবিয়া ও মাউরো ইকার্দি।
এই জয়ে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত হলো পিএসজি। ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সবার উপরে টমাস টুখেলের দল। ২৭ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেল।
পিএসজির জন্য গতরাতের চ্যালেঞ্জটা অবশ্য খুব কঠিন ছিল না। ফরাসি লিগ ওয়ানে ২০ দলের প্রতিযোগিতায় দিজঁ পয়েন্ট টেবিলের ১৭ নম্বরে। তার ওপর খেলাটা ছিল পিএসজির মাঠেই। ফলে নেইমার না থাকলেও ম্যাচের শুরু থেকেই পিএসজির আধিপত্য লক্ষ করা গেছে।
কেমন আধিপত্য সেটা ম্যাচ পরিসংখ্যানে ঢু মারলেও আন্দাজ করা যায়। এমবাপে, কাভানিরা বলের দখল ধরে রেখেছিলেন ৭০ শতাংশ, দিজঁ মাত্র ৩০ শতাংশ। প্রতিপক্ষের গোলবারে ১১টি শট নিয়েছে পিএসজি, যার মধ্যে ১০টিই ছিল লক্ষ্যে। অপর দিকে দিজঁ ছয় শট নিয়ে লক্ষে রাখতে পেরেছে তিনটি।
পুরো ম্যাচে দুর্দান্ত খেলা পিএসজি প্রথম গোল পেয়েছে দ্বিতীয় মিনিটেই। মাঠে সব দর্শক তখনো ঠিকঠাকভাবে নিজেদের আসনে বসেনই-নি হয়তো, তার আগে হঠাৎ বক্সে পাওয়া বল জালে জড়িয়ে পিএসজিকে ১-০ তে এগিয়ে নেন সারাবিয়া।
এডিনসন কাভানি, কিলিয়ান এমবাপেদের মিসের মহড়াই প্রথমার্ধে আর গোল হয়নি। পিএসজি দ্বিতীয় গোল পেয়েছে ম্যাচের ৭৪ মিনিটে। জুলিয়ান ড্রাক্সলারের বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে ব্যবধান ২-০ করেন এমবাপে।
এর তিন মিনিট পর বদলি হিসেবে মাঠে নামা মাউরো ইকার্দি আরেকটা গোল করলে ম্যাচের ভাগ্য তখনই প্রায় নির্ধারিত হয়ে যায়। ডি-বক্সে বল পেয়ে ডান পায়ের জোড়ালো শটে লক্ষভেদ করেন আর্জেন্টাইন তারকা। এমবাপে দলের চার নম্বর গোলটি করেছেন অতিরিক্ত সময়ে।
ড্রাক্সলারের শট দিজঁ ফুটবলারের শরীরে প্রতিহত হয়। কিন্তু বল গিয়ে পড়ে এমবাপের সামনেই! এই সুযোগ কাজে লাগাতে একটুও ভুল করেননি এই ফ্রেঞ্চ তারকা। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।