হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়লেন লিটন
১ মার্চ ২০২০ ১৫:৫৭
সিলেট থেকে: বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ৩৭ তম ওভারের কথা। মাধেভারের দ্বিতীয় ডেলিভারিটি স্লগ সুইপ করে মিড উইকেট দিয়ে ছক্কা মেরেই হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন সেঞ্চুরিয়ান লিটন দাস। ক্রিজে থাকাই দায় হয়ে উঠেছিল। অগত্যা মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ওপেনিংয়ে নামা এই টাইগার ব্যাটসম্যান। রিটায়ার্ড হার্ট হয়ে সাজ ঘরে ফেরার আগে নামের পাশে যোগ করেছেন ১২৬ রান। পাঁচ বছরের ওয়ানডে ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটি এসেছিল ২০১৮ এশিয়া কাপে ভারতের বিপক্ষে।
এর আগে রোববার (১ মার্চ) ইনিংসের ৩৪তম ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে শতক পূর্ণ করেন লিটন দাস। এটি জিম্বাবুয়ের বিপক্ষে তার প্রথম। শতক তুলে নিতে লিটন খেলেন মাত্র ৯৫টি বল। লিটনের শতক পূর্ণ হতেই প্যাভিলিয়নের পথে পা মাড়ালেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। দলীয় রান তখন ১৮২ আর মুশির নামের পাশে ২৬ বলে মাত্র ১৯ রান।
ইনিংসের ৩৬তম ওভারের দ্বিতীয় বলটি পুল করতে গেলে বল মিস হয়ে সোজা এসে লিটনের হেলমেটে লাগে। এরপর থেকেই অস্বস্তিবোধ করতে থাকেন এই ওপেনার। তবে তারপরেও এক ওভার মাঠে ছিলেন। পরের ওভারে ওয়েসলি মাধেভারের বলে ছক্কা হাঁকানোর পর হ্যামস্ট্রিংয়ে চোটে পেলে আর মাঠে থাকতে পারেননি লিটন।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে মাঠ ছাড়লেন লিটন দাস হ্যামস্ট্রিংয়ে চোট