Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমরান-ওয়াসিম-পোলকদের উচ্চতায় মাশরাফি


১ মার্চ ২০২০ ২০:১৭

সিলেট থেকে: ওয়ানডে ক্রিকেটে মাশরাফি সবশেষ উইকেটি পেয়েছিলেন আজ থেকে সাত মাস আগে। গত বছরের ৮ জুন কার্ডিফে আইসিসি বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচে জনি বেয়ারস্টোকে ফিরিয়ে বোলার হিসেবে ২৬৬ ও অধিনায়ক হিসেবে ৯৮তম উইকেটের দেখা পেয়েছিলেন। এরপর গেল সাত মাসে কোনো ম্যাচ না খেলায় আর কোনো উইকেটের দেখাও মেলেনি। তবে সাত মাস পরে জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে নেমেই তুলে নিলেন দুই উইকেট। যা তাকে নিয়ে গেল অনন্য এক রেকর্ডের সামনে।

বিজ্ঞাপন

কেননা এই উইকেট দু’টি নিয়ে ওয়ানডেতে পঞ্চম অধিনায়ক হিসেবে তার উইকেট সংখ্যা ১’শটি। যা তাকে দাঁড় করিয়ে দিল ইমরান খান, ওয়াসিম আকরাম ও শন পোলকদের মতো আইকনিক অধিনায়কদের পাশে।

রোববার (১ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে নেমে মাশরাফি নিজের প্রথম উইকেটের দেখা পেয়েছিলেন বাংলাদেশের বোলিং ইনিংসের ৯ম ওভারে। ওভারে তার দ্বিতীয় ডেলিভারিটি জিম্বাবুয়ে দলপতি চিবাবা (১০) মিড অনে তুলে দিলে তা তালুবন্দি করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৯৯তম উইকেট তুলে ১শত তম উইকেটের নি:শ্বাস দূরত্বে দাঁড়ালেন বাংলাদেশের সেরা শিকারি।

শততম উইকেটটি এল ৪০তম ওভারে। ওভারে তার প্রথম বলটি মুতোমবদজি শর্ট ফাইন লেগ অঞ্চলে তুলে দিলে তা বেশ স্বাচ্ছন্দেই তালুবন্দি করেন মোহাম্মদ সাইফউদ্দিন। আর এর মধ্য দিয়েই অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ১শত তম উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ইমরান খান, ওয়াসিম আকরাম, দক্ষিণ আফ্রিকার শন পোলক এবং ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারদের মতো আইকনিক বোলারদের পাশে নিজের জায়গা করে নিলেন নড়াইল এক্সপ্রেস।

প্রথম ওয়ানডে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে মাশরাফি বিন মুর্ত্তজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর