Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার মাঠে নামবে টাইগাররা


২ মার্চ ২০২০ ২০:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রেকর্ড গড়ে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করতে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মঙ্গলবার (৩ মার্চ) মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৬৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে সিরিজে ১-০’তে এগিয়ে মাশরাফি’র দল। আর তাই তো সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করতে চাই টিম টাইগার্স।

সিরিজের প্রথম ম্যাচে লিটন কুমার দাসের দুর্দান্ত শতকে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ দল সংগ্রহ করে ৩২১ রান। জবাবে টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫২ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। আর তাতেই নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের ব্যবধান জয় পায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের বিপক্ষে সাত বছর ধরে ওয়ানডে’তে অপরাজিত। আর পরিসংখ্যানও কথা বলছে টিম টাইগারদের পক্ষেই। আর তাই তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে মরিয়া মাশরাফির নেতৃত্বের দলটি।

এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন অধিনায়ক মাশরাফিন বিন মুর্ত্তজা এবং পেস বোলিং অল রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের ১৫ সদস্যের দল: মাশরাফি বিন মুর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মো. মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হেসেন, নাঈম শেখ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদি হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ের ১৫ সদস্যের দল: চামু চিবাবা (অধিনায়ক), শন উইলিয়ামস, তিনাশি কামুনহুকামুয়ে, ওয়েসলি মাধেভেরে, ক্রিস্টোফার পোফু, টিনোটেন্ডা মুতোমবোদজি, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), এইন্সলে এনদলোভু, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড তিরিপানো, চার্লটন শুমা, টিমিসেন মারুমা, সিকান্দার রাজা, ক্রেগ আরভিন।

ওয়ানডে সিরিজ দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ নিশ্চিতের লক্ষ্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর