মুশফিকের ৩৮তম অর্ধশতক
৩ মার্চ ২০২০ ১৪:৪১
মাঠের বাইরে মুশফিককে নিয়ে যত কথায় চলুক না কেন মাঠের মধ্যে মি. ডিপেন্ডেবল নিজের ব্যাটে রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিরলেন মাত্র ১৯ রানে। তবে শক্তভাবে ফিরলেন দ্বিতীয় ম্যাচেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওডিআই’তে নিজের ৩৮তম শতক হাঁকালেন মুশফিকুর রহিম।
সিলেটে দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়ানোর আগেই গুঞ্জন উঠেছিল এই ম্যাচে দলে থাকছেন না মুশফিকুর রহিম। তৃতীয় দফাতেও পাকিস্তানে সিরিজ খেলতে যেতে রাজী না হওয়ায় এমন সাজা পেতে পারেন মুশি। সোমবার (২ মার্চ) সংবাদ মাধ্যম গুলোতে এমন সংবাদই চাউড় হয়ে উঠেছিল। তবে টসের পর সব পরিষ্কার হয়ে গেল, মুশি দলে আছেন।
আর এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে ব্যাট হাতেও জ্বলে উঠলে মি. ডিপেন্ডেবল। জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ক্যারিয়ারের ৩৮তম অর্ধশতক হাঁকালেন। অর্ধশতকের পথে মুশি খেলেছেন ৪৭বল। আর সেই সঙ্গে ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। জিম্বাবুয়ের বিপক্ষে এটি মুশফিকের ৮ম অর্ধশতক।
৩৮তম অর্ধশতক অর্ধশতক দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম জিম্ববাবুয়ে মুশফিকুর রহিম