দুর্দান্ত সেঞ্চুরিতে তামিম দেখালেন ভোলেননি ‘ঝড় তোলা’
৩ মার্চ ২০২০ ১৫:৪১
৯৯ রানে অপরাজিত থাকা তামিম ইকবাল শন উইলিয়ামসের অফস্ট্যাম্পের বাইরের বলটি সামনে ঠেলেই দিলেন ভোঁ-দৌড়, দুই রান। সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলেন তামিম। স্বস্তি, তৃপ্তি ফুটে উঠছিল শরীরী ভাষায়। যেন হাফ ছেড়ে বাঁচলেন! এমনটা হওয়ারই কথা, কত কিছুই যে জয় করতে হলো দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটসম্যানটিকে।
বিশ্বকাপের আগ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই সেঞ্চুরি করে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দুই ফিফটি পেয়েছিলেন তামিম ইকবাল। তামিমের সমালোচনায় জর্জরিত হওয়ার গল্পটা শুরু বিশ্বকাপ থেকে। তারপর দিন যত গড়িয়েছে অভিজ্ঞ ক্রিকেটারকে ততোই সমালোচনায় বিষিয়ে উঠতে হয়েছে।
রান যে একেবারেই পাচ্ছিলেন না তেমনটা নয়। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিম। বঙ্গবন্ধু বিপিএলে ৩৮ দশমিক ৬০ গড়ে ৩৯৬ রান করার পর বাংলাদেশ ক্রিকেট লিগে ট্রিপল সেঞ্চুরি পেয়েছেন। কিন্তু রঙিন পোশাকের ক্রিকেটে স্ট্রাইকরেট প্রত্যাশা মতো হচ্ছিল না। ইনিংসের শুরুর দিকে বড্ডই ধীর গতিতে ব্যাটিং করছিলেন। তামিমকে ক্ষতবিক্ষত হতে হচ্ছিল সেটা নিয়েই।
সামাজিক যোগাযোগমাধ্যমের ‘বাদ দেওয়া উচিত’ সমালোচনাই শুধু নয়, বাঁহাতি ওপেনারের কাঁধে চেপে বসে টিম ম্যানেজমেন্টও। একদিন আগে বাংলাদেশর ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি সরাসরিই বলছিলেন, টিম ম্যাানেজমেন্ট চায় ইনিংসের শুরুতে আরও রান তুলুক তামিম।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজে একটা অভিজ্ঞতা হলো হয়তো এসবের জেরেই। ২৪ রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন তামিম। গ্যালারী থেকে তাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করতে থাকেন এক দর্শক। পরে বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে। অন্য কেউ হলে এতো কিছুর চাপে হয়তো ভেঙে পড়তেন। তামিম পড়েননি, ঘুরে দাঁড়ালেন দুর্দান্তভাবে।
‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট’ ক্রিকেটের চিরাচরিত এই কথাটা বারবার বলে এসেছেন অভিজ্ঞ ক্রিকেটার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘ক্লাস’টা আজ দেখালেন তামিম। পাহাড়সম চাপ কাঁধে নিয়ে আজ শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন তামিম। ফিফটি ছুঁতেই চার হাঁকিয়েছেন দশটি। ইনিংসের শুরুতে ধীর গতিতে ব্যাটিং করার কারণে মাসের পর মাস সমালোচনায় জর্জরিত হওয়া তামিম হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন ৪২ বলে। এমন আক্রমণাত্মক ফিফটির পর তার বিরুদ্ধে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ের বোলিং ডিপার্টমেন্ট। পরের পঞ্চাশ করতে খেলেছেন ৬৪ বল।
ওয়ানডেতে তামিম সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৮ সালের জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তারপর ২৩ ইনিংস পর তিন অঙ্ক ছুঁলেন বাঁহাতি এই ওপেনার।
ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি বলছিলেন, বড় একটা ইনিংস পেলেই ছন্দে ফিরবেন তামিম। তাহলে কি এরপর থেকে দেখা যাবে আগের সেই তামিমকে? দেখা যাক। এই রিপোর্ট লেখা অবধি তামিম ১১৫ বলে ১২৬ রানে অপরাজিত আছেন। ইনিংস সাজিয়েছেন ১৮টি বাউন্ডারি আর একটি ছয়ে।
ওয়ানডে সিরিজ তামিম ইকবাল দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে শতক সেঞ্চুরি