Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিসংখ্যানে অধিনায়ক মাশরাফি


৫ মার্চ ২০২০ ২১:৫৭

মাশরাফি বিন মুর্ত্তজার অধিনায়কত্ব অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে শুক্রবার (৬ মার্চ)। মাশরাফি বৃহস্পতিবার (৫ মার্চ) সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলতে নামবেন তিনি।

বিদায় বেলায় চলুন মাশরাফির অধিনায়কত্বের পরিসংখ্যানে একবার ঢুঁ মারা যাক –

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ মোট আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ১১৬টি। ১ টেস্ট, ৮৭ ওয়ানডে, ২৮ টি-টোয়েন্টি।

২০০৯ সালে খেলা একমাত্র টেস্ট ম্যাচে ৯৫ রানে জিতেছিল বাংলাদেশ। ওই ম্যাচে বল হাতে উইকেট পাননি মাশরাফি। ব্যাটিংয়ে করেছেন ৩৯ রান।

ওয়ানডে নেতৃত্বে তার অভিষেক ২০১০ সালে। এরপর বাংলাদেশকে মোট ৮৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। এই ৮৭ ম্যাচে মাশরাফির দল জিতেছে ৪৯ ম্যাচ, হেরেছে ৩৬টি। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ওয়ানডেতে বাংলাদেশকে এতো ম্যাচ জেতাতে পারেননি আর কোনো অধিনায়ক। দুই নম্বরে থাকা হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে ৬৯ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ২৯টিতে। জয়ের শতকরা হার, সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডেও অন্য অধিনায়কদের চেয়ে এগিয়ে মাশরাফি। আন্তর্জাতিক ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ৮৭ ম্যাচ খেলে ১০১ উইকেট নিয়েছেন মাশরাফি। রান করেছেন ৫৭৮।

মাশরাফির টি-টোয়েন্টি অধিনায়কত্বের সূচনা ২০১৪ সালে। তার নেতৃত্বে ২৮ ম্যাচ খেলে ১০টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে ১৭ ম্যাচ। বাকি ১ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। অধিনায়ক হিসেবে টি টোয়েন্টিতে ২৮ ম্যাচ খেলে ২০ উইকেট নিয়েছেন মাশরাফি। রান করেছেন ১৩২।

অধিনায়ক পরিসংখ্যান বাংলাদেশ ক্রিকেট দল মাশরাফি বিন মুর্ত্তজা

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর