অসুস্থ বাবাকে দেখতে ঢাকায় শফিউল
৫ মার্চ ২০২০ ২২:৪২
সিলেট থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের একাদশে ছিলেন অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম। শেষ ম্যাচেও তার একাদশে থাকার সম্ভাবনা প্রবল। কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আদৌ তিনি শুক্রবারের (৬ মার্চ) খেলতে পারবেন কিনা সেটাই বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাবাকে দেখতে বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায়ই সিলেট থেকে ঢাকায় উড়ে গেছেন শফিউল।
অতএব সিরিজের শেষ ওয়ানডেতে তিনি থাকছেনই সে কথা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এ ব্যাপারে টিমের একটি সূত্র জানিয়েছে, বোর্ডের অনুমতি নিয়েই শফিউল ঢাকায় গিয়েছেন। শেষ ম্যাচে তিনি খেলতে না পারলে বিশ্রাাম ভেঙে তার স্থলাভিষিক্ত হবেন মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য একটু বেশিই খরুচে ছিলেন শফিউল। ৯ ওভার বল করে ৭৬ রান দিয়েছেন। ওভার প্রতি তার রান গড় ৮.৩৩। বিনিময়ে অবশ্য একটি উইকেটও পেয়েছেন। ইনিংসের চতুর্থ ওভারের একেবারে প্রথম বলে মাত্র ২ রানে রেজিস চাকবাকে পাঠিয়েছিলেন লিটন দাসের হাতে।