অধিনায়ক মাশরাফি নামছেন নিজের শেষ ম্যাচে
৬ মার্চ ২০২০ ১৩:২৩
অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজার কিংবদন্তী হয়ে ওঠার গল্পের সূচনালগ্নটা জিম্বাবুয়ের বিপক্ষে আর শেষটাও টানছেন ওই জিম্বাবুয়ের বিপক্ষে। মাঝে কেটেছে বহু বছর আর ম্যাচ সংখ্যা হিসেব করলে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে তার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে মোট ১১৬টি। যার মধ্যে আছে একটি মাত্র টেস্ট, ৮৭টি ওয়ানডে আর ২৮ টি-টোয়েন্টি। শুক্রবার (৬ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষের তৃতীয় ওয়ানডে ম্যাচ দিয়ে নিজের অধিনায়ক ক্যারিয়ারের ইতি টানছেন বাংলাদেশের দলের সব থেকে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা।
প্রথম দফায় বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন সেই ২০০৯ সালেই। তবে ইনজুরির কারণে তখন চালিয়ে নিতে পারেননি। পরে ২০১৪ সালে আবারও নেতৃত্বের ভার কাঁধে তুলে দেওয়া হয় মাশরাফির।। আর অধিনায়ক হিসেবে কিংবদন্তী হয়ে ওঠার গল্পের শুরুটা সেখান থেকেই।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের গোছগাছ চলছিল বাকি দলগুলোর। কিন্তু মুশফিকুর রহিমের নেতৃত্বে বাংলাদেশের তখন বেহাল দশা। একের পর এক ম্যাচ হেরে খাদের কিনারায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। ওই কঠিন সময়ে আবারও নেতৃত্বে ফিরিয়ে আনা হয় মাশরাফিকে।
বাংলাদেশ ক্রিকেট ‘ইউটার্ন’ নিল তাতেই। ‘ইউটার্ন’ নিলেন মাশরাফিও। ঘন ঘন ইনজুরিতে পড়াতে মাশরাফির ক্যারিয়ারের শেষ দেখছিলেন অনেকেই। কিন্তু অধিনায়কত্ব পাওয়ার পর শরীরও যেন বশে চলে এলো। ২০১৪ সালে অধিনায়কত্ব পাওয়ার পর ইনজুরির কারণে খুব বেশি ম্যাচ মিস করতে হয়নি মাশরাফিকে।
অধিনায়ক মাশরাফির সেই যাত্রাটা শুরু হয়েছিল জিম্বাবুয়ে বিপক্ষে। আফ্রিকার দেশটি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার আগ মুহূর্তে অধিনায়কত্ব পেয়েছিলেন মাশরাফি। কী কাকতাল, তার অধিনায়কত্ব অধ্যায় শেষও হচ্ছে সেই জিম্বাবুয়ের বিপক্ষেই এবং বাংলাদেশের মাটিতেই।
বিশ্বকাপের আগ মুহূর্তে সেবার জিম্বাবুয়েকে ৫-০ তে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবারের সিরিজ তিন ম্যাচের। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে বাংলাদেশ। মাশরাফির শেষবেলাতেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ? অভিজ্ঞ তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং তরুণ নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা নিশ্চয় মনেপ্রাণেই সেটা চাইবেন।
কালকের ম্যাচটা মাশরাফিময় করতে চাইবে হয়তো পুরো বাংলাদেশ। মাশরাফি সংবর্ধনা নিতে চাননি, কোন আয়োজনের সুযোগও দেননি। তবুও হয়তো আবেগী প্ল্যাকার্ডে কাল গ্যালারি সয়লাব হবে। সিলেটের স্টেডিয়ামে এবং টিভি সেটের সামনে হয়তো বাড়তি ভিড় দেখা যাবে, মাশরাফির যে বিদায়।
সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলছিলেন, বাংলাদেশ ক্রিকেটকেই বদলে দিয়েছেন মাশরাফি। আসলেই তো, জরাজীর্ণ একটা দলের দায়িত্ব নিয়ে ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন। বিশ্বকাপে বাংলাদেশের যেটা সেরা সাফল্য। এরপর পাকিস্তানকে হোয়াইটওয়াশ, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতা মাশরাফির বাংলাদেশ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে। মাশরাফির বাংলাদেশকে অবাক বিস্ময়ে দেখেছে বিশ্ব। শুক্রবার (৬ মার্চ) এই অধ্যায়ের সমাপ্তিটা নিশ্চিয় রাঙ্গিয়ে রাখতে চাইবে বাংলাদেশ।
পরিস্থিতিও বাংলাদেশের পক্ষে। শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেকটা পিছিয়ে জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে দাঁড়াতেই পারেনি আফ্রিকার দেশটি। দ্বিতীয়টিতে লড়াই করতে পেরেছে ঠিকই কিন্তু খুব বেশি সময় মনে হয়নি ম্যাচ হারতে পারে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচ শুরু হবে শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টায়।
অধিনায়ক তৃতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে মাশরাফি বিন মুর্ত্তজা শেষ ম্যাচ