আকরাম বলছেন নান্নুর ভুল, নান্নু বললেন টাইপিং মিসটেক
৯ মার্চ ২০২০ ১৮:৪২
গতকাল হাল নাগাদ বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। কিন্তু সেখানে নেই সৌম্য সরকারের নাম। দেখে তো চক্ষু চড়কগাছ! গেল এক বছর সৌম্য’র যে পারফরম্যান্স তাতে তার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার কোনো কারণই নেই। কেন এমন হলো? জানতে চাওয়া হয়েছিল বিসিবির কেন্দ্রীয় চুক্তির সর্বেসর্বা, পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের কাছে। তিনি জানালেন, ‘ভুলটা করেছে নির্বাচক প্যানেল। কেননা কারা কেন্দ্রীয় চুক্তিতে থাকবে সেই তালিকাটি তারাই করে থাকেন। আর প্রধান নির্বাচক নান্নু বললেন, ‘এটা নিছক টাইপিং ভুল। খুব শিগগিরই তালিকা সংশোধন করে সৌম্যর নাম অন্তর্ভুক্ত করা হবে।’
সোমবার (৯ মার্চ) সারাবাংলার সঙ্গে একান্তে আলাপকালে তারা একথা জানান।
সৌম্য’র বাদ পড়া নিয়ে করা প্রশ্নে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের বক্তব্য হলো, ‘আমাকে এই প্রশ্ন কেন করছেন? আমি তো আর তার তালিকা করি না। কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকবে সেই তালিকা করে নির্বাচক প্যানেল। তারা তালিকা করে আমাদের কাছে পাঠালে আমরা তা গ্রহণ করি। আপনি নান্নু ভাইকে জিজ্ঞেস করেন।’
আকরাম খানের সঙ্গে কথা শেষ করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে একই প্রশ্ন জিজ্ঞেস করা হলে তিনি জানালেন, ‘এটা স্রেফ টাইপিং ভুল। আমরা সংশোধন করে ওর নাম পাঠাচ্ছি। বিসিবি মিডিয়া বিভাগ খুব শিগগিরিই আপনাদের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে।’
প্রসঙ্গত রোববার (৮ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২০ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ ক্রিকেটারের নাম ঘোষণা করে বিসিবি। যেখানে আগের বছর কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৭ ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। আর নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে ৫ জনকে। নিজে থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় অনুমিতভাবেই চুক্তিতে নেই মাশরাফি বিন মুর্ত্তজা। আর আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ায় সাকিব আল হাসানও বাদ পড়েছেন। তবে পারফরমেন্সের কারণে বাদ পড়েছেন; ইমরুল কায়েস, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সৈয়দ খালেদ আহমেদ এবং সামদান ইসলাম।
আর নতুন যে পাঁচজন এসেছেন তারা হলেন; নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, এবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ।
চু্ক্তিতে থাকা ১৬ ক্রিকেটার হলেন: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব ও নাইম শেখ।
আকরাম খান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মিনহাজুল আবেদিন নান্নু সৌম্য সরকার