Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরিনহোর হতাশার দিনে প্রথমবারের মতো কোয়ার্টারে লাইপজিগ ও আটলান্টা


১১ মার্চ ২০২০ ০৭:৫৮

ঢাকা: আরেকটি হতাশার বছর কাটলো হোসে মরিনহোর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে বিদায় নিয়েছে তার দল টটেনহ্যাম। এবারও তার স্পেশাল ম্যাজিকের মন্ত্র কাজ করেনি। অবশ্য মন্ত্রসিদ্ধ করে লাভ যে হতো না সেটা নিজে টের পেয়েছিলেন। ইনজুরি জর্জরিত দলের আসল বারুদগুলোই যে অনুপস্থিত।

টটেনহ্যামকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টারে পা রেখেছে জার্মান ক্লাব আরবি লাইপজিগ। এদিকে ভ্যালেন্সিয়াকে হারিয়ে অভিষেক টুর্নামেন্টেই শেষ আটে পা রেখেছে আটলান্টা।

বিজ্ঞাপন

মরিনহো বিষাদ দিয়েই শুরু করা যাক। লন্ডনে ঘরের মাঠে ১-০ ব্যবধানে লাইপজিগের কাছে হেরে টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে যাওয়া স্বপ্নটা একেবারে মরুভূমির মরীচিকার মতো হয়ে দাঁড়িয়েছিল। ইনজুরি আঘাতে চূর্নবিচর্ণ দলটা জার্মানে পা পড়েই যেন বাস্তবতা দেখলো। ১০ বছর আগে জন্ম নেয়া জার্মান ক্লাবটা একেবারে নাজেহাল করে ছাড়লো টটেনহ্যামকে।

স্বাগতিক অধিনায়ক মার্সেল সাবিটজারের প্রথমার্ধে জোড়া আঘাত এবং শেষ দিকে এমিল ফর্সবার্গের গোলে টটেনহামকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে লাইপজিগ। স্বাগতিক কোচও এ জয়ে নিজের রেকর্ডখানা করে ফেললেন। সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়নসলিগের কোয়ার্টারে ফাইনালে কোচ হয়ে গেছেন ৩২ বছর বয়সী জুলিয়েন নাইগেলসমান।

এ হারের মাধ্যমে অনেক সমর্থকই হয়তো মরিনহোর টটেনহ্যাম অধ্যায়ের পরিসমাপ্তি দেখছেন।

মরিনহোর কান্নার আগে এদিকে স্প্যানিশ জায়ান্ট ভ্যালেন্সিয়াও বেশ বড় ধাক্কাটাই খেয়েছে ইতালির ক্লাব আটলান্টার কাছে। ঘরের মাটিতে ভ্যালেন্সিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে স্পেনে পা রেখেই রেকর্ডে নাম লিখিয়েছে দলটি। ৪-৩ ব্যবধানে অ্যাওয়ে ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে দারুণ একটা রেকর্ড সঙ্গে নিয়ে। অভিষেক টুর্নামেন্টেই কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ইতালির এই চমক দলটি।

বিজ্ঞাপন

আটলান্টার হয়ে একাই চার গোল করেছেন জসিপ ইলিসিস। চ্যাম্পিয়নসলিগের অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বেশি বয়সের হ্যাটট্রিককারীর নাম এখন জসিপের দখলে।

জার্মানের লাইপজিগ আর ইতালির আটলান্টা এবার চমক দিয়েই চলছে। যেভাবে খেলে যাচ্ছে দুটি দল তাতে তাদের একটি ফাইনালে গেলে অবাক হওয়ার কিছু নেই।

আটলান্টা আরবি লাইপজিগ টটেনহ্যাম ভ্যালেন্সিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর