ঢাকা প্রিমিয়ার লিগ ঢাকাতেই
১১ মার্চ ২০২০ ১৯:৫৩
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মিরপুর শের-ই-বাংলায় মুজিববর্ষের কনসার্ট, বিশ্ব একাদশ-এশিয়া একাদশের ম্যাচের সূচি ছিল বিধায় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুর তিনটি রাউন্ড হওয়ার কথা ছিল চট্টগ্রাম ও কক্সবাজারে। কিন্তু করোনোভাইরাস আতঙ্কে মুজিববর্ষের সকল আয়োজন স্থগিত হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজারে আর ম্যাচ খেলতে যাওয়ার প্রয়োজন পড়ছে না। ফলে ঢাকাতেই গড়াবে প্রিমিয়ার লিগ ক্রিকেটের ২০২০-২০২১ মৌসুমের খেলা।
তবে ভেন্যু বদলালেও ম্যাচের সূচি বদলায়নি। আগের সূচি অনুযায়ী ১৫ মার্চ থেকেই গড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচে মর্যাদার এই আসর।
বুধবার (১১ মার্চ) সংবাদ মাধ্যমকে খবর নিশ্চিত করেছেন লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সদস্য সচিব আলি আহসান। তিনি জানিয়েছেন, ‘ভেন্যু বদলালেও লিগ মাঠে গড়াবে আগের সূচি (১৫ মার্চ) অনুযায়ী।’
ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও লিগের অপর ভেন্যু বিকেএসপিতে।
১৮ মার্চ এ আর রহমানের কনসার্ট, ২১ ও ২২ মার্চ এশিয়া-বিশ্ব একাদশের মধ্যে দুটি ম্যাচ আয়োজন করতে চেয়েছিল বিসিবি। কিন্তু বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় জনসমাগমে অনুৎসাহিত করছে সরকার।
ডিপিএল ঢাকা ক্রিকেট লিগ ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি