আমাদের সাফল্যকে ছোট করে দেখা উচিত না: মাহমুদউল্লাহ
১১ মার্চ ২০২০ ২২:৫৭
জিম্বাবুয়ে বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজের তিন ফর্মেটেই অজেয় বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডের পর টি টোয়েন্টিতে সফরকারী দলটিকে স্রেফ উড়িয়ে দিয়েছে লাল সবুজের দুর্বার যোদ্ধারা। কিন্তু তবুও যেন এদেশের অনেক ক্রিকেট প্রেমীরই মন জিততে পারেননি মাশরাফি, মাহমুদউল্লাহ মুমিনুলরা। তাদের অকাট্য যুক্তি ‘জিম্বাবুয়ে আর এমন কি আহামরি দল? তাদের বিরুদ্ধে জেতা এ আর কঠিনই বা কি? সেই জিম্বাবুয়েকে আর আছে? সফরকারী দলটিকে এমন প্রবল বিক্রমে হারাল টিম বাংলাদেশ তবুও কেউ যেন তৃপ্তির ঢেকুর তুলছে না! যেন জিতেও তারা পাপ করেছে। সেই অর্বাচীন ক্রিকেটপ্রেমীদের প্রতি বার্তা দিলেন টাইগার টি টোয়েন্টি দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। বললেন, আমাদের সাফল্যকে ছোট করে দেখা উচিত নয়।
এটা সত্যি যে, জিম্বাবুয়ে সেই স্বর্ণালী প্রজন্ম আর নেই। নেইল জনসন, অ্যালিস্টার ক্যাম্পবেল, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার, হিথ স্ট্রিক ও হেনরি ওলঙ্গারা বিদায় নেওয়ার পর দেশটির ক্রিকেট বোর্ডের নজিরবিহীন দুর্নীতিতে সেই দলটিই আজ খর্ব শক্তির একটি দলে পরিণত হয়েছে। কিন্তু তারপরেও দেশটির বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স কিন্তু ততটা আপ টু দ্য মার্ক ছিল না।
উদাহরণ খুঁজতে খুব বেশি দূরে যেতে হবে না, ২০১৫ সালে বাংলাদেশ সফরে আসা দলটির বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টি টোয়েন্টি বাংলাদেশ ১-১ এ ড্র করেছিল। সেই দলটিকেই তিন ফর্মেটে হোয়াইটওয়াশ নিঃসেন্দেহে ভূয়সী প্রশংসার দাবি রাখে।
বুধবার (১১ মার্চ) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ টি টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে এসে সে কথাটিই মনে করিয়ে দিলেন টাইগার কাপ্তান মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহ বললেন, ‘ক্রিকেটে উঠা নামা থাকবেই। আপনি কখনো ভালো ক্রিকেট খেলবেন কখনো বা খারাপ খেলবেন। আমার কাছে মনে হয় জিম্বাবুয়ের সাথে আমরা বেশ আধিপত্য বিস্তার করেই জিতেছি। আমাদের সাফল্যকে ছোট করে দেখা উচিত না। ছোট দল, বড় দল এগুলো কোনো কথা না। বিশেষ করে টি টোয়েন্টিতে নির্দিষ্ট দিনে যেকোনো দলই যে কাউকে হারাতে পারে। ভাল ক্রিকেট খেলেছি এটাই শেষ কথা।’
তিন তিনটি ফর্মেটেই হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে! সেটা তো আর এমনি এমনি হয়নি। টিম হিসেবে বাংলাদেশ উড়ন্ত পারফর্ম করেছে বলেই। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং; তিন বিভাগেই স্বাগতিক দল ছিল ক্ষুরধার। এর বাইরেও একটি ব্যাপার ছিল, সেটা হল মানসিকতা। ‘আমরা আধিপত্য বিস্তার করে জিতব’-রোডেশিয়ানদের বিপক্ষে পুরো সিরিজে এই মন্ত্রেই দীক্ষিত ছিল টিম বাংলাদেশ। যা তাদের উদ্ভাসিত একটি জয়ের আনন্দে ভাসিয়েছে। যার ধারাবাহিকতা আগামীর সিরিজগুলোতেও অব্যাহত রাখতে চাইছেন টাইগার কাপ্তান।
‘আমার মনে হয়, আগামীর সিরিজগুলোতে আমরা একই মানসিকতা নিয়ে খেলব। তবে সবচাইতে ফোকাসড থাকব অ্যাটিচিউডের দিকে যেটা আমাদের এই সিরিজে ছিল,’ বলেন মাহমুদউল্লাহ।