Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিংয়ে সেরা লিটন, বোলিংয়ে মোস্তাফিজ


১২ মার্চ ২০২০ ০৪:৪৫

জিম্বাবুয়ে সিরিজে দুহাত ভরে শুধু পেয়েই গেলেন লিটন কুমার দাস। একমাত্র টেস্টে এক ইনিংস ব্যাটিং করে ৫৩ রান করেছেন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরিতে ৩১১ রান করে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। টি-টোয়েন্টি সিরিজেও সবচেয়ে বেশি রান করলেন এই ডানহাতি ওপেনার।

প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ বলে করেছিলেন ৫৯ রান। শেষ টি-টোয়েন্টিতে কাল ৪৫ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন। দুই ম্যাচে মোট ১১৯। এক ম্যাচে অপরাজিত ছিলেন বলে গড় একশ’রও বেশি, ১১৯। স্ট্রাইকরেট ১৪১.৬৬।

বিজ্ঞাপন

রান সংগ্রাহকদের তালিকায় দুই নম্বরে আছেন সৌম্য সরকার। ২ ম্যাচে ৮২ রান করেছেন বাঁহাতি ক্রিকেটার। দুই ম্যাচেই অপরাজিত ছিলেন সৌম্য, স্ট্রাইকরেট ১৭০.৮৩। বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সেরা পাঁচ রান সংগ্রাহকের মধ্যে বাকি তিনজন যথাক্রমে- ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে, ২ ম্যাচে ৬০ রান), তামিম ইকবাল (বাংলাদেশ, ২ ম্যাচে ৪১) ও তিনাশি (জিম্বাবুয়ে, ২ ম্যাচে ৩৮ রান)।

বোলিং ক্যাটাগরিতে সবার ওপরে মোস্তাফিজুর রহমান। দুই ম্যাচে সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার। প্রথম ম্যাচে ৩২ রান নিয়েছিলেন তিন উইকেট। কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৫ রানে নিয়েছেন দুই উইকেট।

সেরা পাঁচে আছেন যথাক্রমে- আমিনুল ইসলাম বিপ্লব (বাংলাদেশ, ১ ম্যাচে ২ উইকেট), আফিফ হোসেন ধ্রুব (২ ম্যাচে ২ উইকেট), আল-আমিন হোসেন (১ ম্যাচে ২ উইকেট) ও মোহাম্মদ সাইফুদ্দিন (২ ম্যাচে ২ উইকেট)।

মোস্তাফিজুর রহমান লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর