করোনা আতঙ্কে বাস্কেটবল টুর্নামেন্ট ‘এনবিএ’ স্থগিত
১২ মার্চ ২০২০ ১২:৩৯
আমেরিকার বাস্কেটবল টুর্নামেন্ট এনবিএ’র চলতি মৌসুম স্থগিত ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ। এর আগে এনবিএ তাদের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে জানায় ইউটাহ জাজের এক তারকা করোনাভাইরাসে আক্রান্ত।
এই ঘোষণাটি আসে ইউটাহর ম্যাচ শুরুর ঠিক আগ মুহুর্তে। ওকাহামার সিটি থান্ডারের বিপক্ষে খেলতে নামার ঠিক আগ মুহুর্তে এমন ঘোষণায় আতঙ্কিত হয়ে পড়ে সকলে। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়।
আর এরপর এনবিএ থেকে জানানো হয় আক্রান্ত খেলোয়াড়টি মাঠে প্রবেশ করেনি। আর এমন পরিস্থিতিতে এনবিএ কর্তৃপক্ষ তাদের মৌসুম স্থগিত ঘোষণা করেছে। এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল ম্যাচ স্থগিত বলেই জানিয়ে দিয়েছে।
দ্য জ্যাজ এবং ওকাহামার মধ্যকার ম্যাচের শুরুর আগে খেলোয়াড়রা মাঠে অনুশীলন শুরু করে। এর ঠিক কিছুক্ষণ পরেই থান্ডারের চিকিৎসক ম্যাচ অফিসিয়ালকে এই ব্যাপারে অবহিত করেন। এর সঙ্গে সঙ্গেই সকল খেলোয়াড়দেরকে ড্রেসিং রুমে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এবং একটু পরেই অফিসিয়াল ঘোশণায় বলা হয়, ‘বিশেষ কারণে ম্যাচটি বাতিলের ঘোষণা দেওয়া হচ্ছে। সবাই সুস্থ আছেন। দয়া করে আপনারা ধীরে সুস্থে স্টেডিয়াম ত্যাগ করুন। সবাই সুস্থ আছেন।’