ফিরছেন মোসাদ্দেক
১২ মার্চ ২০২০ ১৪:৫৪
বঙ্গবন্ধু বিপিএল চলকালীন কাঁধে চোট পান মোসাদ্দেক হোসেন সৈকত, চলে যান মাঠের বাইরে। চোট পুরোপুরি সেরে ওঠেনি বিধায় গত দুই মাসে প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো ক্রিকেটেও তাকে দেখা যায়নি। তবে মোসাদ্দেক ভক্তদের জন্য সুখবর হলো, অবশেষে তিনি ফিরছেন। প্রায় তিন মাস চোটের সঙ্গে যুদ্ধ করে জয়ী এই ব্যাটিং অলরাউন্ডারকে ১৫ মার্চ থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের ২০২০-২০২১ মৌসুমের শুরু থেকেই আবাহনীর জার্সিতে দেখা যাবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) মোসাদ্দেক নিজেই তার ফেরার খবর দিয়েছেন।
তিনি বলেছেন, `বিপিএলের আট নম্বর ম্যাচে কাঁধে ব্যথা পেয়েছিলাম। এরপর পুনর্বাসনে ছিলাম। পুনর্বাসনের শেষ দিকে কাঁধে একটা ইনজেকশন দেয়া হয়েছে। এখন ফিট আছি।’
এদিকে প্রিয় ছাত্রের ফেরায় দারুণ উচ্ছ্বসিত দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। লিগে মোসাদ্দেক ফিনিশার হিসেবে খেলবে উল্লেখ করে তিনি বলে ,’ঢাকা লিগে তিন চার বছর ধরে সে নিজেকে প্রমাণ করে যাচ্ছে। আর ওর বোলিংটাও আমাদের জন্য জরুরী হবে। আর সত্যি কথা বলতে মোসাদ্দেক ফিনিশার হিসেবে খেলবে দলে।’
১৫ মার্চ (রোববার) ঢাকার দুই ভেন্যু মিরপুর শের-ই-বাংলা ও বিকেএসপিতে পর্দা উঠছে ঢাকা প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের। যেখানে উদ্বোধনী দিনে মিরপুরে পারটেক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। বিকেএসপি‘র ৪ নম্বর মাঠে অপর ম্যাচে লিজেন্ডস অব রুপগঞ্জের প্রতিপক্ষ ওল্ড ডিওএইচএস।