আইপিএলের শুরুতে থাকছেন না স্মিথ-ওয়ার্নাররা
১২ মার্চ ২০২০ ১৫:৫১
করোনাভাইরাসের প্রভাবে ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রীড়া ইভেন্ট। এবার সেই তালিকায়তেই কি যুক্ত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ? আগামি ২৯ মার্চ আইপিএল’র নতুন আসর শুরু হতে যাচ্ছে। তবে বাধ সেধেছে ভারতীয় সরকার। করোনাভাইরাস রুখতে বিদেশি নাগরিকদের ভিসা আটকে দিয়েছে। আর তাই তো স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সসহ বিশ্বের নামীদামী সকল ক্রিকেটারদেরই আইপিএলে খেলা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত সকল বিদেশি নাগরিকদের ভিসা স্থগিত করেছে ভারতীয় সরকার। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, ‘বিদেশি যে সকল ক্রিকেটার আইপিএল খেলতে আসবে তারা এপ্রিলের ১৫ তারিখের আগ পর্যন্ত খেলতে পারবে না। এটি ভারতীয় সরকারের সিদ্ধান্ত।’
সংবাদ মিলেছে ভারতে ৬০জন করোনাভাইরাসে আক্রান্ত রোগির সন্ধান পাওয়া গেছে। তবে এমন পরিস্থিতিতে আইপিএল মাঠে গড়াবে কিনা তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আইপিএল আয়োজক কর্তৃপক্ষ আগামি ১৪ মার্চের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দিবে।
নামীদামী তারকারা না থাকলে আইপিএল তার আকর্ষণ হারাবে এটা তো সাধারণ। আবার একের পর এক ক্রিকেট টুর্নামেন্টে পরিপূর্ণ সূচিতে আইপিএল পিছিয়ে নতুন তারিখে শুরুর ব্যবস্থাও করা যাচ্ছে না। ভারতীয় গণমাধ্যমে ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) এমন যে আইপিএল পিছিয়ে দেওয়া হলে এপ্রিল-মে মাসের পর বেশির ভাগ বিদেশি তারকা ক্রিকেটারদের পাওয়া যাবে না। সব দলেরই দ্বিপক্ষীয় সিরিজ আছে। এ কারণে দর্শকহীন মাঠেও আয়োজন করা হতে পারে এবারের আইপিএল।’
আইপিএল করোনাভাইরাস ডেভিড ওয়ার্নার বিদেশি ক্রিকেটার স্টিভ স্মিথ