করোনাভাইরাসে আক্রান্ত দিবালা
১৩ মার্চ ২০২০ ১৫:৩৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। ২৬ বছর বয়সী তরুণ ফরোয়ার্ডের করোনাভাইরাস পরীক্ষায় ‘পজিটিভ’ ফল এসেছে। জুভেন্টাসের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
একদিন আগে জুভেন্টাসের আরেক ফুটবলার দানিয়েল রুগানির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছিল। সিরি ‘এ’ লিগে জুভেন্টাস বনাম ইন্টার মিলানের মধ্যকার ম্যাচটিতে খেলেছিলেন রুগানি। ফলে ক্রিশ্চিয়ানো রোনালদো, পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়েইনসহ ওই ম্যাচে খেলা দুই দলের সব ফুটবলারকেই কোয়ারেনটাইনে রাখা হয়। তাদের মধ্যে দিবালার আক্রান্ত হবার খবর পাওয়া গেল।
এদিকে দিবালার আগে করোনায় আক্রান্ত হয়েছেন চেলসির ফরোয়ার্ড হাডসন ওডোই ও আর্সেনালের কোচ মিকেল আরটেটা। গতকাল বৃহস্পতিবার বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল ও চেলসি।
করোনার প্রভাবে ক্রীড়াঙ্গন রীতিমতো স্তিমিত হয়ে পড়েছে। ইতালিতে সব ধরনের ক্রীড়া আসর স্থগিত করা হয়েছে। স্প্যানিশ লা লিগা স্থগিত করা হয়েছে। দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোও স্থগিত করা হয়েছে।
করোনার প্রভাবে ফ্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল স্থগিত হওয়ার কথা শোনা যাচ্ছে। চলতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে দেশে ফিরছেন বিদেশি ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কিছু ম্যাচ দর্শকহীন মাঠে অনুষ্ঠিত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।