Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ভেন্যু নয়, সাত ভেন্যুতেই লিগ চলবে বিপিএল


১৪ মার্চ ২০২০ ২০:৩১

ঢাকা: দেশে করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে লিগের ভেন্যু ও ফিক্সচার নিয়ে ক’দিন আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দীন লিগটাকে এক ভেন্যুতে আনার আভাস দিয়েছিলেন। আজ পেশাদার লিগ কমিটির সিদ্ধান্ত আসলো- এক ভেন্যুতে নয় সাত ভেন্যুতেই লিগের খেলা চলবে। তবে করোনা ভাইরাসকে মাথায় রেখে দর্শক সীমিত করা হয়েছে।

আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে বাফুফে ভবনে পেশাদার লিগ কমিটির এক এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন

সভার সিদ্ধান্ত অনুযায়ী- ক্লাবগুলোর ইচ্ছাতেই সাত ভেন্যুতে খেলার চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর কথায়, ‘ক্লাবগুলোর সঙ্গে বসেছি। তাদের মতামতের ভিত্তিতে পরিবর্তী সূচি করেছি যাতে এই সময়ে খেলা চালিয়ে যেতে পারি। ক্লাবগুলো একমত হয়েছে। এছাড়া সভাপতি সাহেবের নির্দেশ আছে খেলা চালিয়ে নেওয়ার জন্য। আগের মতো সাত ভেন্যুতে যেভাবে খেলা চলছে, একইভাবে খেলা চলবে। পরিস্থিতি অন্যরকম না হলে আগের মতোই সবকিছু চলবে।’

বাফুফে বসের এক ভেন্যুর আভাস নিয়ে এই সংগঠক বলেন, ‘আমি কোনওদিন শুনিনি ঢাকায় খেলা হবে। আপনারা হয়তো শুনতে পারেন। সভাপতি সাহেব যেটা বলেছেন, করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ফুটবলের অবস্থা দেখে হয়তো তার মাথায় একটা চিন্তা ঘুরছিল। লিগের সব ম্যাচ ঢাকায় করা যায় কি না, সেটা তিনি ভেবেছিলেন। বাস্তবতা হলো, এক ভেন্যুতে করে খুব  সুবিধা হবে না। একটি মাঠে খেলা আয়োজন করলে অনেক বেশি সময় লাগবে। মাঠও খেলার উপযোগী থাকবে না। তাছাড়া বৃষ্টির মৌসুমও এসে পড়ছে।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এএফসি কর্তৃক স্থগিত হওয়া বিশ্বকাপ বাছাইপর্বের এই সময়টাকে কাজে লাগাতে চায় পেশাদার লিগ কমিটি। এই সময়ে লিগের খেলা চালানোর সিদ্ধান্ত নিয়ে ফিক্সচারে পরিবর্তন আনতেও সম্মত হয়েছে ক্লাবগুলো। অর্থাৎ বিশ্বকাপ বাছাইপর্বের যে ছুটি আছে সেই সময়টাতেও লিগের ম্যাচ চলবে। তাই নতুন করে ফিক্সচার তৈরি করছে পেশাদার লিগ কমিটি।

বিজ্ঞাপন

আগামী ১৯ মার্চ থেকে নতুন ফিক্সচারে খেলা চালানোর চিন্তা করছে কমিটি।

পেশাদার লিগ কমিটি বাফুফে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ভেন্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর