Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অলিম্পিক নির্ধারিত সময়েই!


১৭ মার্চ ২০২০ ১৮:৩৫

করোনাভাইরাসের প্রভাবে রীতিমতো স্তিমিত হয়ে পড়েছে ক্রীড়াঙ্গন। বিশ্বব্যাপী জনপ্রিয় প্রায় সব ধরনের ক্রীড়া ইভেন্ট বন্ধ রয়েছে। করোনার প্রভাব কমলেও স্থগিত থাকা ইভেন্টগুলোর সিডিউল মেলাতে যে হিমশিম খেতে হবে তা সহজেই আন্দাজ করা যায়।  এদিকে, অলিম্পিক গেমস শুরুর সময় ঘনিয়ে আসছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নির্ধারিত সময়ে শুরু হবে তো এবারের অলিম্পিক গেমস? জাপানের অলিম্পিক মন্ত্রী সেইকো হাশিমতো শোনালেন আশার বাণী।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়েই অলিম্পিক শুরু করার পরিকল্পনায় এগুচ্ছে জাপান বলে জানিয়েছেন তিনি। হাশিমতো বলেন, ‘একটি পরিপূর্ণ অলিম্পিকের পরিকল্পনায় এগিয়ে যাচ্ছি। আমরা নির্ধারিত সময়ে অলিম্পিক শুরু করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাব। যাতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিশ্চিত হতে পারে যে আমরা গেমস আয়োজনে সক্ষম।‘

জাপানের টোকিওতে এবারের অলিম্পিক শুরু হওয়ার কথা রয়েছে আগামী জুলাইয়ের ২৪ তারিখে। শেষ হওয়ার কথা ৯ আগস্ট।

অলিম্পিকে চীন বরাবরই বড় প্রতিপক্ষ। করোনাভাইরাস ছড়িয়েছে সেই চীন থেকেই। ভাইরাসটি পরে বিশ্বব্যাপী ছড়ালেও কোনো নির্দিষ্ট দেশের হিসেবে চীনেই এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

এদিকে জাপানেও ক্রমেই ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। দেশটিতে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মৃত্যুর সংখ্যা ত্রিশ ছাড়িয়েছে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৮২ হাজার মানুষ। এখন পর্যন্ত মারা গেছেন সাত হাজারের বেশি।

২০২০ অলিম্পিক করোনাভাইরাস জাপান

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর