করোনাভাইরাসের কারণে স্থগিত হলো ইউরো
১৭ মার্চ ২০২০ ১৯:০২
উয়েফা ইউরোর আসন্ন আসর এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। চলতি বছরের জুন মাসে এবারের আসর বসার কথা থাকলেও করোনাভাইরাস ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ার কারণে তা স্থগিত করতে বাধ্য হয়েছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা মঙ্গলবার (১৭ মার্চ) এই সিদ্ধান্ত জানিয়েছে।
ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর মধ্যে ইতালিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার। এছাড়াও স্পেন, পর্তুগালসহ অন্যান্য দেশগুলোতেও দ্রুতই সংক্রমিত হচ্ছে এই ভাইরাস। আর তাতে বন্ধ হয়েছে ইউরোপের ফুটবলের সব লিগগুলোই। এবার ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ঘোষণা দিল ইউরো-২০২০ স্থগিত।
জরুরী এক সভায় মঙ্গলবার (১৭ মার্চ) বৈঠকে বসে উয়েফার কর্মকর্তারা। আর শেষ পর্যন্ত বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এবছরের ইউরো স্থগিত। আর এবারের আসর বসবে ২০২১ সালের জুনে।
এর আগেই অবশ্য কোপেনহেগেনে ইউরোর জন্য অগ্রিম বুকিং দেওয়া হোটেলগুলো বাতিল করেছে উয়েফা।