লিগের বন্ধে বিশ্রামে পাঠানো হচ্ছে ফুটবলারদের
১৭ মার্চ ২০২০ ১৯:৩৯
ঢাকা: করোনাভাইরাসের কারণে দুই সপ্তাহ স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফুটবলারদের ছুটিতে পাঠাচ্ছে ক্লাবগুলো। চার-পাঁচ দিনের ছুটি কাটিয়ে আবার ফের ফুটবলারদের ক্যাম্পে যোগ নেয়ার পরিকল্পনা ক্লাবের।
গতকাল সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘরোয়া সকল খেলা ৩১ শে মার্চ পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেয়। তারই প্রেক্ষিতে সিদ্ধান্ত আমলে নিয়ে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বিপিএল স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
তবে এই স্থগিতাদেশের মধ্যে খেলোয়াড়রা কোথায় থাকছেন, কি করবেন আর পরবর্তী লিগ কখন শুরু হতে পারে এ নিয়ে আজ বাফুফে ভবনে ক্লাব কর্মকর্তাদের নিয়ে পেশাদার লিগ কমিটির এক জরুরি সভা আয়োজিত হয়।
পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত লিগ চালু করতে চায় না কর্তৃপক্ষ। কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর কথায়, ‘এখন পুরো বিশ্বেই করোনা ভাইরাসে আক্রান্ত। অন্য দেশের তুলনায় আমাদের দেশে ভয়াবহতা কম। তারপরেও আমরা পরিস্থিতি বিবেচনায় রেখে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নিবো।’
তবে এ সময়ের মধ্যে ফুটবলারদের নিয়ে ক্লাবরা কি করবে সেটা ক্লাবের উপরেই ছেড়ে দিয়েছে পেশাদার লিগ কমিটি।
ক্লাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘এসময়ের মধ্যে আপাতত খেলোয়াড়দের কয়েকদিনের (অন্তত ৪-৫দিন) জন্য বিশ্রামে পাঠানো হবে। খেলোয়াড়রা লাগাতার লিগ খেলছে। পরিবার-পরিজনদের সময় দিতেই এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। পরে
ঢাকা আবাহনীর টিম ম্যানেজার, ‘লিগে খেলোয়াড়রা লম্বা সময় খেলছে। তাদের রিক্রিয়েশনের জন্য অল্প কিছু সময় ছুটি দেয়া হচ্ছে। বিদেশি ফুটবলাররা যারা ক্যাম্পে আছে তারা সেখানেই থাকবে আর যারা অ্যাপার্টমেন্টে আছে তারা সেখানেই থাকবে। ক্যাম্পে সবাই কম্ফোরটেবল অবস্থায় আছে।’
খেলোয়াড়দের নিরাপত্তার পূর্ণ পরিবেশ বজায় রেখে ক্যাম্পে রাখার ব্যবস্থা করা হবে বলে জানান বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, ‘ক্লাব থেকে করোনা প্রতিরোধে নিরাপদ পরিবেশ বজায় রাখতে সকল ব্যবস্থাই করা হচ্ছে। আর বিদেশি ফুটবলারদের যাওয়ার যেহেতু সুযোগ নাই সেহেতু ওরা ক্যাম্পেই থাকতে পারবে। ’
এদিকে বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ এসময় ক্যাম্প চালিয়ে যাবে বলে জানিয়েছে।
আজকের জরুরি মিটিংয়ে ছুটি কাটিয়ে পরবর্তী লিগের রাউন্ড শুরু হওয়ার আগে অন্তত দুই সপ্তাহের ছুটির কথাও উঠিয়েছেন ক্লাবের কর্মকর্তারা। সেটা বিবেচনায় রাখা হবে কি না সেটা পরবর্তী মিটিংয়ে জানানো হবে বলে জানানো হয়।