Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্রীড়াঙ্গনে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিলেন বঙ্গবন্ধু’


১৭ মার্চ ২০২০ ২২:০৭

ঢাকা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সময়োপযোগী নানা পদক্ষেপের মাধ্যমে ক্রীড়াঙ্গনে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিলেন।’

আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিষদ কতৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তিনি আজকের বিসিবি, বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদ গঠন করেছিলেন। তার গৃহীত এ সকল যুগান্তকারী পদক্ষেপের কারণেই বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয়েছে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী আজকের এ দিনটি ক্রীড়াঙ্গনের জন্য একটি বিশেষ দিন উল্লেখ করে বলেন, ‘আমরা ভাগ্যবান যে আমরা জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন করতে পারছি। আমাদের জাতির পিতা শুধু একজন সফল রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি একজন সফল ক্রীড়াবিদ, সফল ক্রীড়া সংগঠক ছিলেন। তাই এ মাহেন্দ্রক্ষণ ঘিরে আমরা নানা বর্ণিল কর্মসূচির আয়োজন করেছি।

করোনাভাইরাস সংকট কেটে গেলে গৃহিত কার্যক্রম শেষ করা হবে বলে জানান তিনি, ‘যদিও করোনা ভাইরাসের কারণে কিছু প্রোগ্রাম স্থগিত করা হয়েছে। তবে সমস্যা কেটে গেলে আমরা গৃহীত সকল কার্যক্রম শেষ করবো।’

প্রতিমন্ত্রী আরো বলেন, এ বছরে আমরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে নতুন রুপে সাজাবো। এ জন্য প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। শুধু ক্রীড়াক্ষেত্রে নয়, বেকার যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মুজিববর্ষে প্রায় দুই লক্ষ যুবদের সহজ শর্তে জামানতবিহীন ঋন দেয়া হবে। এ ঋণের সীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত যা দিয়ে যুবদের বেকারত্ব দূর হবে।

বিজ্ঞাপন

এ সময়ে প্রতিমন্ত্রী ১০০ পাউন্ড ওজনের একটি কেক কাটেন এবং বর্ণিল আতশবাজি উপভোগ করেন।

প্রতিমন্ত্রী দেশবাসীকে মুজিববর্ষ ও জন্ম দিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো: আকতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম,  মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জন্মদিন বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী মুজিববর্ষ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর