Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশাবাদী আইসিসি


১৮ মার্চ ২০২০ ১২:০৪

বিশ্বজুড়ে এখন শঙ্কা করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে। টালমাটাল হয়ে উঠেছে পুরো বিশ্ব। যার কারণে এর মধ্যেই বিশ্বজুড়ে স্থগিত ঘোষণা করা হয়েছে ক্রীড়া ইভেন্ট গুলো। ইউরোপিয়ান ফুটবল আসর গুলো স্থগিত হওয়ার পর এশিয়াসহ বিশ্বের বাকি দেশগুলোতেও আপাতত স্থগিত ক্রিকেটও। আর স্থগিত হওয়া ক্রিকেটের কারণে শঙ্কা তৈরি হয়েছে অস্ট্রেলিয়ায় আয়োজন হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও।

তবে নির্ধারিত সময়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে বলে জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। মঙ্গলবার (১৭ মার্চ) অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট সময়সূচি মেনেই অক্টোবরে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন পরিকল্পনা মাথায় নিয়ে এগিয়ে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সুরে সুর মিলিয়ে একই কথা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসিও।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কেভিন রবার্টস বোর্ডের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন, ‘আমরা আশা করি দ্রুতই কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে সব ধরনের খেলা মাঠে গড়াবে। আমরা কেউই এই ধরনের পরিস্থিতি কীভাবে সামলাতে হবে, সে ব্যাপারে বিশেষজ্ঞ নই। আমাদের বিশ্বাস অক্টোবর-নভেম্বরে যথা সময়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে। আর আমাদের বিশ্বাস সে সময়ের মধ্যে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে যাবে।’

আর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর কথা সঙ্গে তাল মিলিয়ে আইসিসিও এক বিবৃতি দিয়েছে। ‘বিশ্ব জুড়ে করোনাভাইরাসের সংক্রমণের কারণে আয়োজকেরা বর্তমান পরিস্থিতির উপর বিশেষ দৃষ্টি রাখছে। আর এটা তারা ধরে রাখবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার সাতটি শহরে চলবে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। আশা করা হচ্ছে, নির্দিষ্ট সময়সূচি মেনেই এই প্রতিযোগিতা আয়োজন করা যাবে।’

বিজ্ঞাপন

অজি ক্রিকেট বোর্ড মনে করছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মেলবোর্নে ১৫ নভেম্বর দর্শকপূর্ণই থাকবে।  রবার্টসের বলেন, ‘আমি আশা করছি ১৫ নভেম্বর এমসিজিতে ফাইনালের দিন স্টেডিয়াম ভরে যাবে দর্শকে।’

অস্ট্রেলিয়া আইসিসি করোনাভাইরাস টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের আশঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর