Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেছালো ফ্রেঞ্চ ওপেন


১৮ মার্চ ২০২০ ১২:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রীড়াঙ্গনে বেশ জোরেশোরেই আঘাত হেনেছে নভেল করোনাভাইরাস। উলট-পালট করে দিয়েছে ক্রীড়া ইভেন্টগুলোকে। এর মধ্যে ইউরোপিয়ান ফুটবলে নেমে এসেছে অন্ধকার। বন্ধ হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেট সিরিজ। স্থগিত হয়েছে উয়েফা ইউরো এবং কোপা আমেরিকা। আর এবার সর্বশেষ এই তালিকায় নাম লেখালো ফ্রেঞ্চ ওপেন। অবশেষে করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধে হার মানতে হলো ফ্রেঞ্চ ওপেনকেও। টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হলো ৪ মাস।

এবারের রোলাঁ গারোঁর ইভেন্টটি ২৪ মে শুরু হওয়ার কথা ছিল। ফ্রান্সের টেনিস ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০ এপ্রিল পর্যন্ত সব ধরনের পেশাদার টেনিস বন্ধ ঘোষণা করা হয়েছে। আর নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফ্রেঞ্চ ওপেন শুরু হবে আগামি ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মাঝে। ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন আরো জানিয়েছে, ‘সবার সুস্বাস্থ্য ও নিরাপদ থাকাকে সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করেছি আমরা।’

বিজ্ঞাপন

তবে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের নতুন সময়সূচী নিয়ে বেশ সমালোচনাও শুরু হয়েছে। তাদের নির্ধারিত নতুন সময়সূচিতে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম এখন বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের সপ্তাহখানেক পরে আয়োজিত হতে যাচ্ছে। যা বাকি টুর্নামেন্টগুলোর সময়সূচীর সঙ্গেও সাংঘর্ষিক হয়ে যাচ্ছে।

আর ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের এমন সময়সূচী ঘোষণার পর বেশ খেপেছেন তরুণ কানাডিয়ান টেনিস তারকা ভ্যাসেক পসপিসিল। টুইটারে এক বার্তায় ভ্যাসেক বলেন, ‘এটি একটি পাগলামি, সময় পাল্টে ইউএস ওপেনের ঠিক এক সপ্তাহ পরে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে রোলাঁ গাঁরো। কিন্তু কোনো খেলোয়াড়, এটিপির সঙ্গে তারা কোনো প্রকার যোগাযোগই করেনি! এই খেলায় আমাদের কথা বলার সুযোগ থাকে না। তাই এখনই সময়।’