মৌসুম সম্পূর্ণ না হলে বার্সেলোনা চ্যাম্পিয়ন ঘোষিত হবে না
১৮ মার্চ ২০২০ ১২:৫৯
করোনাভাইরাসের প্রকোপে ইতোমধ্যে স্থগিত হয়েছে লা লিগার চলতি মৌসুম। ম্যাচ ডে ২৭ শেষ হওয়ার পরই স্থগিত হয়েছে ২০১৯/২০২০ মৌসুম। আর তাতেই নানা গুঞ্জন উঠেছিল পয়েন্ট তালিকায় বর্তমান অবস্থান দেখেই নির্ধারিত হবে এই মৌসুমের চ্যাম্পিয়ন। তবে এমন সিদ্ধান্তের কথা নাকচ করে দিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবেলস।
লা লিগার ২৭ নম্বর ম্যাচ শেষে শীর্ষস্থানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে থেকে তারা শীর্ষে আছে। আর তাতেই ছড়িয়ে পড়েছিল এমন গুঞ্জন। তবে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লুইস রুবেলস জানিয়েছেন, ‘লা-লিগা নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলেও বার্সেলোনাকে এই অবস্থায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে না।’
বেশ কয়েকদিন ধরেই ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনায় স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। এমনটাই জানিয়েছেন রুবেলস। তিনি বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরেই মোবাইলে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে উয়েফার সঙ্গে আলোচনা করছি। আমরা কিছু প্রস্তাবনা দিয়েছি এবং সেগুলো তাদের পছন্দও হয়েছে এবং সেগুলো তারা গ্রহণও করেছে।’
আগামি ৩০ জুনের মধ্যে অবশ্যই ঘরোয়া ফুটবল লিগ শেষ করতে হবে। সব দলগুলোকেই তাদের বাকি ম্যাচগুলো খেলতেই হবে। এমনটা জানিয়ে রুবেলস বলে, ‘আমরা ৫৫জনের সদস্যের ফেডারেশনের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আর সর্বসম্মতিক্রমে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
লা-লিগা এভাবেই স্থগিত হয়ে থাকলে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এমন গুঞ্জনে রুবেলস বলেন, ‘আসলে এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে লা লিগা ৩০ জুনের মধ্যে শেষ হবেই। আর পয়েন্ট তালিকা এখন যেভাবে আছে সেভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করাটা অন্যদের প্রতি অবিচার করা হবে বলেই আমার মনে হয়। আর তাই বার্সেলোনাকে চ্যাম্পিয়ন ঘোষণা করাটাও অবাস্তব।’
রুবেলস আরো বলেন, ‘২০১৯/২০২০ মৌসুমের জন্য আমাদের নিয়মের কোনো পরিবর্তন হবে না। তবে এমন বিশেষ পরিস্থিতিত বিষয়টা আলাদা। আমি আসলে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে লা লিগার মৌসুম পূর্ণ হবে। আর এটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে যদি আমি বলি ৩০ জুনের মধ্যেই লা লিগা সমাপ্ত হবে। আর এখন যেভাবে আছে সেভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করাটাও অবিচার করা হবে।’
উয়েফা করোনাভাইরাস প্রেসিডেন্ট স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন বার্সেলোনা লা লিগা লুইস রুবেলস স্থগিত স্প্যানিশ চ্যাম্পিয়ন