Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় স্থগিত বিসিবি অ-১৬ দলের ভারত সফর


১৮ মার্চ ২০২০ ১৫:০৯ | আপডেট: ১৮ মার্চ ২০২০ ১৫:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আতঙ্কে পুরো বিশ্বই বস্তুত স্থবির হয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ইতোমধ্যে বহু দেশই তাদের সীমন্ত বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ সীমান্ত বন্ধ করেনি সত্যি তবে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, দূর প্রাচ্য সহ বহুদেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। করোনার প্রভাবে গেল পরশু দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৩১ মার্চ বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে। ওই সময় পর্যন্ত দেশের খেলাধুলাও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। তাদের সেই নির্দেশনায় সাড়া দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ১৮ ও ১৯ মার্চের ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করেছে। একই কারণে এবার স্থগিত করা হল বিসিবি অনূর্ধ্ব-১৬ দলের ভারত সফর।

বিজ্ঞাপন

আসাম অ-১৬ দলের বিপক্ষে তিনটি তিন দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে চলতি মাসের ২০ তারিখে ভারত সফরের কথা ছিল লাল সবুজের যুবাদের। কিন্তু প্রাণঘাতী করোনার ভয়েই আপাতত সফরটি স্থগিত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

তবে পরিস্থিতির উন্নতি হলে অনতি বিলম্বেই সিরিজের নতুন দিন তারিখ ঘোষণা করা হবে।

বুধবার (১৮ মার্চ) সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ কায়সার।

তিনি বলেন , ‘করোনা ভাইরাসে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। আসামে আমাদের সফরটা ছিল। বিসিবি অ-১৬ দলের আসাম অ-১৬ দলের সঙ্গে খেলার কথা ছিল। ২০ মার্চ বাংলাদেশ থেকে যাওয়ার কথা এবং ১২ এপ্রিল ফিরে আসার কথা ছিল। সেখানে তিনটা তিন দিনের ও তিনটা ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল। উদ্ভুত পরিস্থিতির কারণে ম্যাচগুলো আমরা আপাতত স্থগিত করেছি। আশা করছি যখনই করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হবে এবং ভাইরাস সংক্রান্ত যে বিধি নিষেধগুলো আছে সেগুলো কেটে যাবে তখন আমরা দুপক্ষ মিলে সিরিজটির জন্য সময় ঠিক করব।’

এর আগে গেল ১৫ মার্চ বিসিবি ও পিসিবি’র যৌথ সিদ্ধান্তে স্থগিত করা হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার একটি টেস্ট ও একটি ওয়ানডে সিরিজ। যা খেলতে এপ্রিলের শুরুতেই টাইগারদের করাচি সফরের কথা ছিল।

করোনাভাইরাস বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ বনাম ভারত অনূর্ধ্ব-১৬ বাংলাদেশের ভারত সফর স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর