এবার স্থগিত হলো জিকো-বার্কোসদের ম্যাচও
১৮ মার্চ ২০২০ ১৯:১১
ঢাকা: করোনাভাইরাসের মহামারীতে স্থবির হয়ে পড়েছে বিশ্ব ফুটবল। তারই ধারাবাহিকতায় দেশের সকল ফুটবল কার্যক্রম স্থগিত করে দেয়া হয়েছে। করোনার সংক্রমণ কমাতে বিভিন্ন দেশের নেয়া ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় রেখে এবার চলমান এএফসি কাপের প্রতিযোগিতাও স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত মার্চ ও এপ্রিলের সকল ম্যাচ স্থগিত করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে এশিয়ার সর্বোচ্চ ফুটবল ফেডারেশন।
এর আগে গত ১২ মার্চ এএফসি কাপের পশ্চিম জোনের গ্রুপ পর্বের ম্যাচগুলো স্থগিত করেছিল এএফসি। আজ এশিয়া অঞ্চলের বাকী পাঁচ জোনের খেলাও স্থগিত করে দিয়েছে।
এর মধ্যে পরিস্থিতি বিবেচনায় রেখে কবে এএফসি কাপের বাকী ম্যাচগুলো মাঠে ফিরবে তা জানিয়ে দেয়া হবে বলে জানায় ফুটবল সংস্থা। এশিয়া অঞ্চলের বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে এ সিদ্ধান্ত জানিয়েছে এএফসি।
যার কারণে এএফসি কাপের ই গ্রুপে বসুন্ধরা কিংসের ম্যাচগুলো স্থগিত হয়ে গেল। প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে এএফসি কাপে অভিষেক হয়েছে বসুন্ধরা কিংসের।