সেরা পাঁচে নেই মেসি, ৪৬ নম্বরে রোনালদো
১৯ মার্চ ২০২০ ১২:৪৮
কারো কাছে লিওনেল মেসি বর্তমান বিশ্বের সেরা ফুটবলার আর কারো কাছে ক্রিস্টিয়ানো রোনালদো। আর তর্কসাপেক্ষে হয়তো ইতিহাসের সেরা দুই ফুটবলারও এই দুইজন। তবে দুই সেরা ফুটবলারের কেউই সর্বোচ্চ দামী তালিকার শীর্ষে নেই। শীর্ষে তো নেই সেই সঙ্গে সেরা পাঁচের মধ্যে নেই দুইজনের কেউই। আর ৪০ নম্বরেরও বাইরে চলে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তালিকার ৮ নম্বরে অবস্থান করছেন লিওনেল মেসি। আর ট্রান্সফার মার্কেটে ফুটবলারদের মূল্যমান হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থান ৪৬ নম্বরে।
সেরা দশের তালিকা:
অ্যান্তোনিও গ্রিজম্যান: ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন বিশ্বজয়ী গ্রিজম্যান। আর এটিই তার বর্তমান মূল্য।
জডান সাঞ্চো: বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে দুই মৌসুম ধরে বুন্দেস লিগা দাপিয়ে বেড়াচ্ছেন ইংলিশ উইঙ্গার জডান সাঞ্চো। ম্যানচেস্টার সিটির বয়সভিত্তিক দল থেকে উঠে আসা সাঞ্চো গেল মৌসুমের শুরুতেই পাড়ি জমান বুরুশিয়া ডর্টমুন্ডে। আর সেখান থেকেই দুর্দান্ত পারফর্ম করতে শুরু করেন তিনি। বর্তমান বাজার অনুযায়ী সাঞ্চোর মূল্য দাঁড়িয়েছে ১২০ মিলিয়ন ইউরো।\
লিওনেল মেসি: বয়স ৩২ ছুঁই ছুঁই। আর তাতেই বাজার মূল্য যেন পড়তির মুখে লিওনেল মেসির। বার্সেলোনায় তার রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। আর ট্রান্সফার মার্কেটে তার বর্তমান মূল্য ১৪০ মিলিয়ন ইউরো।
কেভিন ডি ব্রুইন: ম্যানচেস্টার সিটির বেলজিয়ান তারকা বর্তমানে বিশ্বের সেরা মিড ফিল্ডারদের অন্যতম। পেপ গার্দিওলার অধীনে দুর্দান্ত পারফর্ম করে নিজেকে নিয়ে গেছেন অন্য স্থানে। ১৫০ মিলিয়ন ইউরো বর্তমান বাজার মূল্য নিয়ে ৭ম স্থানে অবস্থান করছেন কেভিন ডি ব্রুইন।
হ্যারি কেন: চলতি মৌসুমটা ইনজুরির কবলে পড়ে শেষ হয়ে গেছে কেনের। তবে টানা কয়েক মৌসুম ধরেই করছেন ধারাবাহিক পারফরম্যান্স। আর তাই তো বাজার দরটাও তার ১৫০ মিলিয়ন ইউরো। গেল মৌসুমে টটেনহ্যাম হটস্পার্সের চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে তার অবদান ছিল অনেক বেশি। আর তাই তো বর্তমান তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান করছেন তিনি।
মোহাম্মদ সালাহ: ১৫০ মিলিয়ন বাজার মূল্য নিয়ে মোহাম্মদ সালাহ অবস্থান করছেন ৫ম স্থানে। মিশরীয় ফরোয়ার্ড রোমা থেকে লিভারপুলে যোগ দান করার পর থেকেই পারফরম্যান্সের পরিসংখ্যান উর্ধ্বমুখি। চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে লিভারপুলকে শিরোপার কাছে নিয়ে গেছেন মোহাম্মদ সালাহ।
সাদিও মানে: লিভারপুলের সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানে। ১৫০ মিলিয়ন ইউরো বাজার মূল্য নিয়ে অবস্থান ৪ নম্বরে। লিভারপুলের গেল মৌসুমে চ্যামপিয়ন্স লিগ জয়ে রেখেছিলেন বড় ভূমিকা।
নেইমার জুনিয়র: বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নেইমার জুনিয়র। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২০১৭ সালে প্যারিস সেইন্ট জার্মেইতে নাম লিখিয়েছিলেন তিনি। এরপর থেকে অবশ্য নানান বির্তকে জড়িয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। আর পারফরম্যান্স পরিসংখ্যানটাও নিয়ে যেতে পারেননি অনন্য উচ্চতায়। আর তাই তো তার বাজার মূল্য ১৬০ মিলিয়ন ইউরো। তালিকায় অবস্থান ৩ নম্বরে।
রহিম স্টার্লিং: ম্যানচেস্টার সিটির ইংলিশ তারকা রহিম স্টার্লিং নেইমার জুনিয়রের সমান বাজার মূল্য নিয়ে অবস্থান করেছেন ২য় স্থানে। ১৬০ মিলিয়ন ইউরো বাজার মূল্যের স্টার্লিং লিভারপুল থেকে পাড়ি জমিয়েছিলেন ম্যানচেস্টার সিটিতে।
কিলিয়ান এমবাপে: ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপের বর্তমান বাজার মূল্য ২০০ মিলিয়ন। এবং একমাত্র ফুটবলার যার বাজার মূল্য ২০০ মিলিয়ন। নি:সন্দেহে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এবং তারকা এই ফরাসি ফরোয়ার্ড। ২১ বছর বয়সের আগেই ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন। নামের পাশে যোগ হচ্ছে মুড়ি মুড়কির মতো গোল। আর তাই তো বর্তমান বিশ্বের সব থেকে দামী ফুটবলার হিসেবে তার নামটাই সবার শীর্ষে।
এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স এখন ৩৫। তাই তো তার বাজার মূল্য কমে দাঁড়িয়েছে মাত্র ৭৫ মিলিয়ন ইউরোতে। আর তালিকার অবস্থান হিসেব করলে তার অবস্থান ৪৬ নম্বরে।
কিলিয়ান এমবাপে ক্রিস্টিয়ানো রোনালদো দামী ফুটবলার লিওনেল মেসি