৩৫ বছর বয়সেই পৃথিবী ছাড়লেন হোয়াইটিংহাম
১৯ মার্চ ২০২০ ২২:৩৮
মাত্র ৩৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন অ্যাস্টন ভিলার সাবেক তারকা ফুটবলার পিটার হোয়াইটিংহাম। বুধবার (১৯ মার্চ) কার্ডিফের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
গত ৭ মার্চ একটি বারের সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান হোয়াইটিংহাম। তখনই গুজব রটেছিল, মারা গেছেন এই তারকা ফুটবলার। পরে জানা যায়, গুরুতর আঘাত পাওয়া হোয়াইটিংহাম আসলে কার্ডিফের একটি হাসপাতালে ভর্তি আছেন। ১২ দিনের মাথায় সেই হাসপাতালেই মৃত্যু হলো এই ইংলিশ ফুটবলারের।
অ্যাস্টন ভিলার কিংবদন্তি বলা হতো হোয়াইটিংহামকে। ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত অ্যাস্টন ভিলার হয়ে খেলেছেন তিনি। পরে নাম লেখান কার্ডিফ সিটিতে।
ইংল্যান্ড জাতীয় দলে অবশ্য খেলতে পারেননি। তবে অনূর্ধ্ব-২১ পর্যায়ে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন হোয়াইটিংহাম। ২০১৮ সালে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। ক্যারিয়ারের শেষ মৌসুমটা খেলেছেন ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে।