Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত ক্রিকেট


২১ মার্চ ২০২০ ১২:২১

দিন যত গড়াচ্ছে করোনাভাইরাসের প্রকোপ তত বেশি বাড়ছে। এখন পর্যন্ত ১১ হাজার মানুষের মৃত্যু আর ২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়ে পড়েছে কোভিড-১৯ এ। আর এমন মহামারীতে তাই তো স্থবির হয়ে পড়েছে জনজীবন। সেই সঙ্গে স্থগিত ঘোষণা করা হয়েছে সব ধরনের ক্রীড়া ইভেন্ট। স্থগিত হয়েছে সব ধরনের ক্রিকেট।

মার্চের ৩ তারিখ থেকে ক্রিকেট বিশ্বে করোনাভাইরাস প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়। ২০ মার্চ পর্যন্ত যেসকল ক্রিকেট সিরিজ স্থগিত কিংবা বাতিল হয়েছে তার তালিকা। আর সেই সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে ক্রিকেটে নেওয়া সিদ্ধান্তগুলোও তুলে ধরা হলো।

বিজ্ঞাপন

মার্চ-২০

  • করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্কটল্যান্ডের সাবেক বোলার মজিদ হক।

মার্চ-১৯

  • পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে ১২৮ জন ক্রিকেটার যাদের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছিল তাদের সবার ফলাফল নেগেটিভ এসেছে।
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ এপ্রিল পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) স্থগিত ঘোষণা করেছে।
  • নামিবিয়ার ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগ স্থগিত ঘোষণা করেছে।
  • হংকং প্রিমিয়ার লিগ স্থগিত করা হয়েছে।

মার্চ-১৮

  • দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সেলফ আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ভারত থেকে ফেরার পর এমন সিদ্ধান্ত জানানো হয় তাদের।
  • ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লিগ স্থগিত ঘোষণা করা হয়।

মার্চ-১৭

  • ফাইনাল পরিত্যক্ত করে শেফিল্ড শিল্ডের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে নিউ সাউথ ওয়েলসকে।
  • ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের কর্মকর্তাদের ঘরে বসে কাজ করার নির্দেশনা দেয়।
  • এক ক্রিকেটারের করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বাতিল ঘোষণা করা হয়।

মার্চ-১৬

বিজ্ঞাপন
  • প্লাংকিট শিল্ড স্থগিত করা হয় আর উইলিংটনকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
  • বাংলাদেশের পাকিস্তান সফর বাতিল করা হয়।
  • দক্ষিণ আফ্রিকা সব ধরনের ক্রিকেট স্থগিত ঘোষণা করে।
  • ক্রিস লিন পাকিস্তান পিএসএল বাদ দিয়ে নিজ দেশে পাড়ি জমান।
  • ঢাকা প্রিমিয়ার লিগ সাময়িক স্থগিত ঘোষণা করা হয়।

মার্চ-১৫

  • লুকি ফারগুসনের করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়।
  • শ্রীলংকা সফর বাতিল করে দেশে ফেরা সমর্থন দেন স্টুয়ার্ট ব্রড।

মার্চ-১৪

  • ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেন আমরা আইপিএল নিয়ে প্রতি সপ্তাহে বৈঠক করছি।
  • বিসিসিআই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর নতুন সূচির কথা ভাবছে।
  • শ্রীলংকা সফর বাতিল করায় স্বস্তির নি:শ্বাস ফেলেন ইংলিশ অধিনায়ক জো রুট।
  • অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ বাতিল ঘোষণা করা হয়।
  • চেন্নাই সুপার কিংস ক্রিকেটারদের অনুশীলন বন্ধ ঘোষণা করে এবং ক্রিকেটারদের ঘরে থাকার নির্দেশনা দেয়।
  • ভারতীয় ক্রিকেট বোর্ড ইরানি কাপসহ সকল ধরনের ঘরোয়া ক্রিকেট স্থগিত ঘোষণা করে।
  • ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দেয় ১৬ মার্চ থেকে কমপক্ষে ৩০ দিন সব ধরনের ক্রিকেট বন্ধ থাকবে।

মার্চ-১৩

  • লুকি ফারগুসনকে করোনাভাইরাসের লক্ষণে পরীক্ষা করা হয়।
  • ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ বাতিল ঘোষণা করা হয়।
  • আইপিএল-২০২০ আসর ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।
  • পিএসএল’র সময় চারদিন কমিয়ে আনা হয়। ১০ বিদেশি ক্রিকেটার পিএসএল ছেড়ে নিজ দেশে পাড়ি জমায়।
  • অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দর্শকহীন মাঠে আয়োজিত হয়।
  • বিদেশি ক্রিকেটারদের ভিসাও স্থগিত করে ভারতীয় সরকার।
  • ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ স্থগিত ঘোষণা করা হয়।

মার্চ-১২

  • আইসিসি জানায় মার্চ মাসের মিটিং হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
  • অস্ট্রেলিয়া নারী দলের দক্ষিণ আফ্রিকার সফর বাতিল করে।
  • পিএসএলে করাচির ম্যাচ দর্শকহীন মাঠে আয়োজিত হয়।
  • রঞ্জি ট্রফির দর্শকহীন মাঠে আয়োজিত হয়।
  • আইপিএল দর্শকহীন মাঠে আয়োজন করার কথা আলোচনা করে।

মার্চ-১১

  • আইসিসির বোর্ড সভা নিয়ে শঙ্কা।
  • ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দর্শকদের সঙ্গে ক্রিকেটারদের সেলফি নিষিদ্ধ করে।
  • এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যকার টি-টোয়েন্টি বাতিল করা হয়।

মার্চ-১০

  • দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজে হ্যান্ডশেক নিষিদ্ধ করা হয়।

মার্চ-৯

  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক দর্শকের জন্য এক টিকিট নীতি গ্রহণ করে।

মার্চ-৬

  • চিকিৎসকদের পরামর্শে ভারত সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

মার্চ-৫

  • নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ স্থগিত।

মার্চ-৩

  • ইংল্যান্ডের শ্রীলংকা সফরে হ্যান্ডশেক নিষিদ্ধ হয়।

চলতি বছরে চীন থেকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। আর এই মহামারীতে মৃত্যের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পেয়েই চলেছে। আর তাই তো স্থগিত হয়ে আছে ক্রীড়া জগৎ।

করোনাভাইরাস ক্রিকেট স্থগিত

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর