Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবার ‘‌‌‌‌‌মৃত্যুকূপে’, ঢাকায় কেমন কাটছে বিদেশি কোচদের দিন?


২১ মার্চ ২০২০ ২০:১২

ঢাকা: দেশের ঘরোয়া ফুটবল বন্ধ। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের কারণে আতঙ্কে আছে দেশের ফুটবল অঙ্গন। তবে যারা জীবিকার তাগিদে পরিবার ছেড়ে বাংলাদেশে এসেছেন কোচিং করাতে তাদের মধ্যেও উ‍তকণ্ঠার শেষ নেই। ফুটবল উদ্বেগতো আছেই। তবে এমন কঠিন সময়ে স্ত্রী-সন্তানদের পাশে থাকতে না পারার কষ্টে পুড়ছেন তারা। সব মিলিয়ে নিদারুণ সময়ের মধ্যেই পেরুচ্ছে কোচদের দিন।

এদিকে বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়ার আন্তর্জাতিক রুট সব বন্ধ। ঘরোয়া ফুটবলের কার্যক্রমও বন্ধ। বাংলাদেশে জীবিকার তাগিদে কোচিং করাতে আসা ইউরোপের এই কোচদের তাই থাকতে হচ্ছে ঢাকায়। দেশের ফেরার সুযোগ নেই বিদেশি কোচদের। তাই করোনাভীতি সঙ্গে করেই কাটছে বিদেশি কোচ দিন।

বিজ্ঞাপন

এর মধ্যেও দেশের ক্লাব ফুটবল ভাবনা নিয়ে পরিকল্পনা করছেন কোচরা। কেউ কেউ দীর্ঘমেয়াদী ফুটবল কার্যক্রম বন্ধ রাখার পক্ষে মত দিয়েছে। আবার কারও শঙ্কা- এর মধ্যে ফুটবলাররা হারাতে পারে কষ্টার্জিত ফিটনেস।

স্ত্রী ও দুই সন্তানের পাশে না থাকতে পেরে কষ্টেই দিন পার করছেন ব্রাদার্স ইউনিয়নের ইরান বংশোদ্ভূত জার্মান কোচ রেজা পার্কাস, ‌’জার্মানী থেকে বাংলাদেশ নিরাপদ এখন। তবে আমাকে নিয়ে যত চিন্তিত তার থেকে বেশি চিন্তিত আমার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে।’

ঢাকা আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসের কষ্টটা যেন আরও বেশি। গর্ভবতী স্ত্রী পাশে পাচ্ছেন না লেমসকে। সেটাও জানালেন মারিও, ‘পরিবার ছাড়া বাইরে থাকা এমনিতেই একটু কষ্টের। ১৬ মার্চ ফ্লাইট ছিল কিন্তু যেতে পারেনি। স্ত্রী সাত মাসের সন্তান নিয়ে দক্ষিণ কোরিয়ায় আছে। ওদের দেখতেও যেতে পারছি না।’

বিজ্ঞাপন

এমন কঠিন সময়ে ঢাকা থেকেই পরিবারকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ শন লেন, ‘যেকোন কিছুই হতে পারে। পরিবারকে বুঝিয়েছি এখন দেশে ফেরাটাও নিরাপদ হবে না।’

এমন কঠিন সময়েও ক্লাব নিয়ে পরিকল্পনা করে যাচ্ছেন এই মাস্টারমাইন্ডরা। শন লেন অবশ্য লম্বা প্রি সিজনের পক্ষে, ‘বিরতি লম্বা হলে একটা লম্বা প্রি সিজন করতে হবে। ফুটবলাররা যদি নাই জানে যে লিগ কবে শুরু হবে তাহলে আর পরিকল্পনা করা যাবে না।’

ঘরেই ফুটবলারদের ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ আবাহনী কোচ মারিও লেমসের, ‘যে ছন্দে ছিলাম আমরা তা হারিয়ে ফেলাটা স্বাভাবিক। আবার তাদের ফিটনেস নিয়েও কাজ করতে হবে আমাদের।’

লিগ বন্ধ রেখে নতুন লিগ চালুর পক্ষে জার্মান কোচ পার্কাস, ‌’সব জায়গায়তো লিগ বন্ধ। আর আমাদের তো লিগের তো এক চতুর্থাংশ লিগ শেষ। ছোট ছোট বন্ধ না করে একেবারে বন্ধ করে নতুন লিগ চালু করা যায় কিনা সেটাও মাথায় রাখা যেতে পারে।’

এছাড়া বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন ও বাংলাদেশ পুলিশের কোচ নিকোলা ভেটোরোভিচ দলের ক্যাম্পের সঙ্গেই আছেন। জাতীয় দলের কোনও কার্যক্রম না থাকায় প্রধান কোচ জেমি ডে পরিবারসহ হোম আইসোলেশনে ইংল্যান্ডে অবস্থান করছেন।

করোনাভাইরাস কোচ বাংলাদেশ ফুটবল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর